নিজস্ব প্রতিনিধি, হাবড়াঃ মারণ ভাইরাসে আক্রান্ত রাজ্যের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের সুস্থতা কামনায় পূজা ও যজ্ঞের আয়োজন করল হাবড়ার দু নম্বর ওয়ার্ডের কর্মীবৃন্দ।
স্থানীয় তৃণমূল নেতা তারক নাথ দাস জানায়, রবিবার সংবাদমাধ্যমের মাধ্যমে তাঁরা জানতে পারেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন৷ তাঁর দীর্ঘায়ু কামনার জন্য সোমবার পূজার্চনার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, রবিবার মারণ ভাইরাসে আক্রান্ত হন রাজ্যের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগণার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। মৃদু উপসর্গ দেখা দিয়েছে তাঁর। জানা গিয়েছে, ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে এদিন তাঁকে ভরতি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, জ্যোতিপ্রিয় বাবুর শরীরে অক্সিজেনের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা কম রয়েছে। কিন্তু রক্তে শর্করার পরিমাণ বেশি। যদিও তাঁর হাই ডায়াবেটিস রয়েছে। তাই চাপা একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। দিনকয়েক আগেই করোনার উপসর্গ দেখা দেওয়ায় তিনি তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করাতে দেন ল্যাবরেটরিতে। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এখন তিনি স্থিতিশীল আছেন বলেই দলীয় সূত্রের খবর।