সমীর সাহা, নদিয়া: জেলাশাসক এবং জেলা পরিষদের সভাধিপতির উপস্থিতিতে বুধবার উদ্বোধন হল নদিয়া জেলার প্রথম বেইলি ব্রিজ । এই ব্রিজটি নির্মাণ করা হয় হাঁসখালি থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
হাঁসখালি থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত ঘাঘারচর ও দহরবুইচা গ্রামের সংযোগকারী এই ব্রিজটি কয়েক মাস আগে বর্ষার কারণে হঠাৎ ভেঙে পড়ে। যে কারণে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই এলাকায়। শতাধিক কৃষিজীবি মানুষ বাদকুল্লা এবং হাঁসখালি বাজারে সবজি নিয়ে যায়। ব্রিজটি ভেঙে পড়ার কারণে চূড়ান্ত দুর্ভোগের শিকার হতে হয় স্থানীয় বাসিন্দাদের।
…………………….Advertisement…………………………
এরপরেই স্থানীয় বাসিন্দাদের তরফে জেলা প্রশাসন এবং জেলা পরিষদ দফতরে যোগাযোগ করা হয়। তড়িঘড়ি জেলা প্রশাসন এবং জেলা পরিষদের তরফ থেকে একটি বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেইমতো গার্ডেনরিচের একটি সংস্থাকে দিয়ে এই ব্রিজ তৈরির বরাদ্দ দেওয়া হয়। প্রায় দেড় মাসের প্রচেষ্টায় সম্পূর্ণভাবে তৈরি করা হয় বেইলি ব্রিজ।
জেলায় এই প্রথম এই ধরনের ব্রিজের ব্যবহার করা হবে বলে জানান সভাধিপতি রিক্তা কুন্ডু। তিনি জানান, এই ব্রিজটি মূলত অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে। যেহেতু কংক্রিটের ব্রিজ তৈরি করতে দীর্ঘ সময় প্রয়োজন। সেই কারণেই সাধারণ মানুষের সুবিধার্থে এই ধরনের ব্রিজ নির্মাণ করা হয়েছে।
জেলাশাসক বিভূ গোয়েলের কথায়, কংক্রিটের ব্রিজ তৈরি করতে দীর্ঘ সময় লাগবে সে কারণেই গার্ডেনশিপ বিল্ডিং সংস্থার সঙ্গে কথা বলে এই ব্রিজ তৈরি করা হল। কংক্রিটের ব্রিজ তৈরি হয়ে গেলে পরে এটি অন্য কোথাও সমস্যা হলে সেখানে ব্যবহার করা যাবে। ভবিষ্যতে এই ধরনের ব্রিজ জেলাতে আরও সংখ্যায় বাড়ানো হবে বলে জানিয়েছেন জেলাশাসক।