নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়াঃ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিজেপির যে বিরোধ রয়েছে তা সর্বজন বিধিত। তবে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর অর্থাৎ গত বছরের শেষের দিক থেকে আরও তীব্র হয়েছে। এরই মাঝে ভিন্ন ছবি দেখা গেল বাংলার মাটিতে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে পদ্মের পতাকাতলে এলেন মুসলিম সম্প্রদায়ের শতাধিক রাজনৈতিক কর্মী যারা এতদিন তৃণমূলে ছিলেন।
বুধবার হুগলি জেলার ধনেখালি এলাকায় এক জনসভায় হাজির ছিলেন দিলীপ ঘোষ। ধনেখালির মদন মোহনতলায় এদিন বিজেপির জনসভায় বেশ জনসমাগম হয়েছিল। করোনা আবহে সকলের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্বের বিধি উপেক্ষিতই ছিল।
ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা তথা স্থানীয় হুগলী লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রীমতি লকেট চট্টোপাধ্যায়, বিজেপি হুগলি জেলার সভাপতি শ্রী গৌতম চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
…………………Advertisement…………………….
সেই সভাতেই ১০০ জন সংখ্যালঘু মুসলিম তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। দলের মঞ্চ থেকে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঞ্চে ১০০ জনকে অবশ্য দেখা যায়নি। হুগলী জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে ১০০ জনই বিজেপিতে যোগ দিয়েছে তবে। মাত্র পাঁচ জন তাঁদের প্রতিনিধি হিসেবে মঞ্চে উঠেছিলেন দলীয় পতাকা হাতে নিতে।
খুব স্বাভাবিকভাবেই এই দলবদল বিজেপির কাছে খুবই ইতিবাচক। অন্যদিকে, দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে লড়াই করা বহু মানুষও বিজেপির পতাকাতলে এসেছেন। যাদের সকলেই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। একই ছবি দেখা গিয়েছে উত্তর পুর্ব ভারতের রাজ্য অসমে। মূলত ওই রাজ্যে থেকেই নাগরিকপঞ্জির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। সেখানেও অনেক আন্দোলনকারীকে নিজেদের দলে সামিল করেতে সক্ষম হয়েছে বিজেপি।