ভুয়ো পাসপোর্ট কাণ্ডে (Fake Passport) বড়সড় চাঞ্চল্য। এবার বারাসাত থেকে গ্রেফতার হলেন (Fake Passport) বিজেপি নেতা ইন্দ্রজিৎ দে। শুক্রবার বারাসাত নবপল্লি এলাকা থেকে জ্যোতির্ময় দে নামে (Fake Passport) এক অনুপ্রবেশকারীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে উঠে আসে ইন্দ্রজিৎ দে-র নাম। পুলিশ জানায়, জ্যোতির্ময়কে ভারতে প্রবেশের পর বেআইনিভাবে পরিচয়পত্র ও পাসপোর্ট (Fake Passport) তৈরি করে দিয়েছিলেন ইন্দ্রজিৎ।
তদন্তে জানা গিয়েছে, ইন্দ্রজিৎ দে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বেআইনিভাবে ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করে দিতেন। পুলিশের দাবি, জ্যোতির্ময়ের সঙ্গে সমীর দাস নামে এক ব্যক্তির যোগসূত্র ছিল। এই সমীর দাসের মাধ্যমেই ইন্দ্রজিতের কাছে পৌঁছায় জ্যোতির্ময়।
সূত্রের খবর, ইন্দ্রজিৎ দে গত পৌরসভা নির্বাচনে বারাসাত পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। রবিবার বারাসাত আদালতে বিচারক ইন্দ্রজিতকে ৩ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এই ঘটনার সঙ্গে প্রাক্তন পুলিশ আধিকারিকের যোগসূত্রও উঠে এসেছে। অভিযোগ, তিনি নীচুতলার কর্মীদের দিয়ে অনুপ্রবেশকারীদের পরিচয়পত্র তৈরির কাজে যুক্ত ছিলেন। তাঁকেও জেরা করে একাধিক তথ্য পেয়েছে পুলিশ।
এতদিন ভুয়ো পাসপোর্ট কাণ্ড নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছিল বিজেপি। তবে নিজের দলের নেতার গ্রেফতারি নিয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তে ক্রমেই নতুন নতুন তথ্য সামনে আসছে। প্রশাসন ও রাজনৈতিক মহলে এই গ্রেফতারি ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে।
ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যে পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বাংলাদেশের অনুপ্রবেশকারীদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে যে জাল নথি পাওয়া গিয়েছে, তা বেশিরভাগ বাংলা থেকে তৈরি হয়েছে। তারপর থেকে বাংলার প্রশাসন সক্রিয় হয়েছে। তদন্তে নেমে একের পর এক গ্রেফতার করা হয়েছে ভুয়ো পাসপোর্ট চক্রে জড়িত থাকার অভিযোগে।