২১ জানুয়ারি, মঙ্গলবার, দিনহাটা উৎসবে পারফর্ম করার সময় গায়িকা মোনালি ঠাকুর (Monali Thakur) অসুস্থ হয়ে পড়েন। স্টেজে পারফর্ম করতে করতেই তিনি (Monali Thakur) শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তিনি (Monali Thakur) পারফরম্যান্স বন্ধ করে স্টেজ ছাড়েন। তৎক্ষণাৎ তাঁকে (Monali Thakur) কোচবিহারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে গায়িকার (Monali Thakur) শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
মোনালির দিদি জানিয়েছেন যে, বেশ কিছুদিন ধরেই ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগছিলেন গায়িকা। শোয়ের ব্যস্ততার কারণে তিনি বিশ্রাম নিতে পারেননি। শীতকালীন আবহাওয়ার পাশাপাশি অতিরিক্ত কাজের চাপের কারণে তাঁর গলায় সমস্যা দেখা দেয় এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। দিনহাটায় যাওয়ার সময়ও বিমানযাত্রায় তিনি শ্বাসকষ্ট অনুভব করেছিলেন। স্টেজে পারফর্ম করার সময় সমস্যা গুরুতর হয়ে ওঠায় তাঁকে শো বন্ধ করতে হয়।
দিনহাটা সংস্কৃতি ময়দানে অনুষ্ঠিত এই উৎসবটি প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল। মোনালির পারফরম্যান্স ঘিরে দর্শকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা গিয়েছিল। যতক্ষণ তিনি পারফর্ম করেছেন, দর্শকদের মুগ্ধ করেছেন বলে উপস্থিত দর্শকরা জানান। তবে অসুস্থ হয়ে স্টেজ ছাড়ার মুহূর্তটিও ক্যামেরায় ধরা পড়ে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জানা যায় স্টেজে ওঠার পর থেকে একাধিকবার তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় পড়েছিলেন। স্টেজে থাকার সময় মাঝে মাঝেই গান বন্ধ করে দিতে তিনি বাধ্য হয়েছিলেন।
দিনহাটা উৎসবে পারফর্ম করার কথা জানিয়ে মোনালি ঠাকুর একটি ভিডিও শেয়ার করেছিলেন। ভিডিওতে তিনি ইংরেজি ভাষায় বিদেশি উচ্চারণে কথা বলেছিলেন, যা নিয়ে নেটিজেনদের একাংশ তাঁকে কটাক্ষ করেন। ভিডিওতে তিনি বলেন, “হ্যালো দিনহাটা, আমি মোনালি ঠাকুর। দিনহাটা উৎসব ২০২৫-এ পারফর্ম করার জন্য আমি খুবই উৎসাহী। ২১ জানুয়ারি এই শো অনুষ্ঠিত হবে। আপনাদের সঙ্গে দেখা করতে তর সইছে না। খুব আনন্দ করব। শীঘ্রই দেখা হচ্ছে।”
মোনালির উচ্চারণ নিয়ে সমালোচনা হলেও, তাঁর পারফরম্যান্সের প্রতি দর্শকদের ভালোবাসা অটুট ছিল। বর্তমানে গায়িকার দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা।