নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ শুক্রবার সকালে গোয়ালতোড়ের তমাল নদীতে ডুবে মৃত্যু হয়েছিল এক হস্তি শাবকের। তার দুদিন পরেই এবার শালবনীতে উদ্ধার হলো একটি পূর্ণ বয়স্ক হাতির মৃত দেহ। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর পিড়াকাটা সংলগ্ন বাঁদি তে। যা বনদপ্তরের লালগড় রেঞ্জের অন্তর্গত।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বনদপ্তরের আধিকারিকরা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শালবনীর ভীমপুর সহ ওই এলাকার জঙ্গলে বেশ কয়েকদিন ধরেই ৩০-৪০ টি হাতির একটি পাল দাপিয়ে বেড়াচ্ছে। রাত্রী হলেই খাবারের সন্ধানে বেরিয়ে এলাকায় মাঠের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। গতকাল রাত্রেও খাবারের সন্ধানে বেরিয়েছিল জঙ্গল লাগোয়া বাঁদির মাঠে। তারপর দিন সকালে স্থানীয়রা কৃষিকাজের জন্য মাঠে গেলে দেখেন একটি পূর্ণ বয়স্ক হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে। এই খবর জানাজানি হতেই এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়ে আছে তেমনই মৃত হাতিটিকে দেখতে ভীড় জমে যায় এলাকায়।
খবর যায় ববনদপ্তরে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন বনদপ্তরের আধিকারিকরা। সরকারী নির্দেশিকা মেনে মৃত হাতিটিকে পলিথিন দিয়ে ঢেকে দেন বন আধিকারিকরা। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কি কারনে হাতির এই মৃত্য তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারন বোঝা যাবে।গোয়ালতোড়ের পর শালবনীতে উদ্ধার পুর্ণ বয়স্ক হাতির মৃত্যু।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শালবনীর ভীমপুর সহ ওই এলাকার জঙ্গলে বেশ কয়েকদিন ধরেই ৩০-৪০ টি হাতির একটি পাল দাপিয়ে বেড়াচ্ছে। রাত্রী হলেই খাবারের সন্ধানে বেরিয়ে এলাকায় মাঠের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। গতকাল রাত্রেও খাবারের সন্ধানে বেরিয়েছিল জঙ্গল লাগোয়া বাঁদির মাঠে। তারপর দিন সকালে স্থানীয়রা কৃষিকাজের জন্য মাঠে গেলে দেখেন একটি পূর্ণ বয়স্ক হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে। এই খবর জানাজানি হতেই এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়ে আছে তেমনই মৃত হাতিটিকে দেখতে ভীড় জমে যায় এলাকায়। খবর যায় ববনদপ্তরে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন বনদপ্তরের আধিকারিকরা। সরকারী নির্দেশিকা মেনে মৃত হাতিটিকে পলিথিন দিয়ে ঢেকে দেন বন আধিকারিকরা। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কি কারনে হাতির এই মৃত্য তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারন বোঝা যাবে।