নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আটার বস্তা বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাস্তায়। মঙ্গলবার ভোর ৫-২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। বিদ্যাসাগর সেতু পার করে এজেসি রোড ঢোকার মুখে ঘটে যায় ওই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ড, হেস্টিংস থানার পুলিশ।
প্রথমে রেকার আনা হলেও আটার লরিটিকে রাস্তা থেকে সরানো যায়নি। পরে ওই গাড়ি থেকে আটার বস্তা আনলোড করা হয়। এরজন্য আরও দুটি গাড়ি আনা হয়। এরপর সকাল পৌনে ৯টা নাগাদ রেকারের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত আটার লরিটিকে রাস্তা থেকে তোলা হয়।
এই দুর্ঘটনা প্রসঙ্গে বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর শৈবাল পাল জানান, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে দুর্ঘটনার কারণে ওই লেন দিয়ে শুধু ছোটো গাড়ি পাস করানো হচ্ছিল। পরে লরিটি রেকার দিয়ে তোলা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।