দেশপ্রিয় পার্ক একসময় বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লেও, এবার মহেশতলার ৩৪ নম্বর ওয়ার্ডে তৈরি হল ১১১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা (Saraswati Puja), যা উদ্যোক্তাদের দাবি অনুযায়ী, বিশ্বের সবচেয়ে উঁচু সরস্বতী প্রতিমা (Saraswati Puja)। অন্যদিকে, কলকাতায় একাধিক কলেজে সরস্বতী পুজো (Saraswati Puja) নিয়ে উত্তেজনা ছড়িয়েছে।
এই বিশাল প্রতিমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় কাউন্সিলর গোপাল সাহা। তাঁর দাবি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা থেকে অনুপ্রাণিত হয়ে তাঁরা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
প্রায় দশতলা সমান উচ্চতার এই সরস্বতী প্রতিমা তৈরিতে লোহার পাইপ, বাঁশ, থার্মোকল ও চট ব্যবহার করা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, এত উঁচু সরস্বতী প্রতিমা আগে কখনও তৈরি হয়নি। বিশালতার পাশাপাশি, নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় প্রতিমাটি যাতে নিরাপদ থাকে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে ইতিমধ্যেই কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন। এখন দেখার, এই প্রতিমা সত্যিই বিশ্বরেকর্ড গড়তে পারে কিনা!
তবে শহর কলকাতায় একাধিক কলেজে সরস্বতী পুজো করা নিয়ে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যোগেশ চন্দ্র চৌধুরী ল’ কলেজে সরস্বতী পুজো নিয়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়, ঘটনাটি হাইকোর্ট অবধি গড়ায়। হাইকোর্টের নির্দেশে সশস্ত্র পুলিশের উপস্থিতিতে পুজোর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রিপোর্ট তলব করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও বিষয়টি জানানো হয়েছে । আগামীকাল কলেজ ক্যাম্পাসে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন শিক্ষামন্ত্রী ।
হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ অনুযায়ী, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার এক আধিকারিকের তত্ত্বাবধানে পুজো অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট যুগ্ম কমিশনারের নাম ঠিক করবে কলকাতা পুলিশ।
হাইকোর্টের রায় অনুযায়ী, পুজো এবং বিসর্জনের সময় পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন রাখতে হবে। কলেজ কর্তৃপক্ষকে পুজোর পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে। বর্তমানে কলেজ চত্বরে থাকা বিতর্কিত প্যান্ডেল ভেঙে ফেলতে হবে। অভিযোগ, কলেজের সরস্বতী পুজোয় কিছু বহিরাগত বাধা দিচ্ছিলেন। ছাত্রছাত্রীরা চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে তাঁদের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।