কলকাতার চারু মার্কেট এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা (Kolkata)। অবৈধ পার্কিংয়ের প্রতিবাদ করায় এক তরুণী আইনজীবীর উপর হামলার অভিযোগ উঠেছে (Kolkata)। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে তাঁর হাতে (Kolkata)। তবে পাল্টা ওই আইনজীবী ও তাঁর পরিবারের বিরুদ্ধেও হামলার অভিযোগ উঠেছে অভিযুক্তদের তরফে (Kolkata)। ইতিমধ্যেই দুই পক্ষ চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, তদন্ত শুরু করেছে পুলিশ (Kolkata)।
কীভাবে ঘটনার সূত্রপাত?
পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়ির কাছেই থাকা চেম্বার খুলতে যান ওই তরুণী আইনজীবী। সেসময় এলাকার কয়েকজন যুবকের সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে বচসা বাঁধে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এর কিছুক্ষণ পর আরও কয়েকজন সেখানে এসে ওই তরুণীকে মারধর করে, গালিগালাজ করে এবং খুন-ধর্ষণের হুমকি দেয়। এরপর ধারাল অস্ত্র দিয়ে তাঁর হাতে কোপ মারা হয়। তাঁর দাবি, শুধুমাত্র অবৈধ পার্কিংয়ের প্রতিবাদ করায় তাঁকে নিশানা করা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।
পাল্টা কী বলছে অভিযুক্তরা?
যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের মধ্যে কয়েকজন স্থানীয় গাড়িচালকও রয়েছেন। তাঁরা পাল্টা দাবি করেছেন, ওই তরুণী আইনজীবীর বাবা পুলিশের মদতে অবৈধ নির্মাণ করেছেন। এর প্রতিবাদ করায় তাঁদের উপর হামলা চালানো হয়েছে।
অঞ্চলে ব্যাপক উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপ
এই ঘটনার জেরে চারু মার্কেট থানার গোবিন্দ ব্যানার্জি লেনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকায় গোলমাল বাড়তে থাকায় শেষ পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই হামলার পেছনে আসল কারণ কী, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
কলকাতার রাস্তায় মহিলাদের ওপর হামলার ঘটনা বেড়েই গেছে। এক সপ্তাহ আগে ইএম বাইপাসের ধারে এক মহিলাকে ছুরি দিয়ে কোপের পর কোপ দেওয়া হয়। ঘটনায় মহিলাকে গুরুতর আহত অবস্থায় নীল রতন হাসাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে ভর্তি করার কয়েক ঘণ্টার মধ্যে ওই মহিলার মৃত্যু হয়েছে।ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। তার মধ্যে ১৬ বছরের এক নাবালক রয়েছেন বলে জানা গিয়েছে।