Bomb blast in Ketugram: ভয়াবহ বোমা বিস্ফোরণ কেতুগ্রামে! নাশকতার আতঙ্কে এলাকাবাসী

নদিয়ার কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ ও প্রাণঘাতী বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণ পূর্ব বর্ধমান জেলায়। কেতুগ্রাম থানার চেঁচুড়ি গ্রামে বোমা বিস্ফোরণের (Bomb blast in Ketugram) ফলে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ এক বিস্ফোরণে কেঁপে ওঠে গ্রামটি। স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর একটি পরিত্যক্ত শৌচালয় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং চারপাশে বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় কেতুগ্রাম থানা পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা যায়, ওই শৌচালয়ের মধ্যে একাধিক বোমা মজুত করা ছিল, যা একসঙ্গে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় শৌচালয়টি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আশপাশের এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয়রা জানান, শৌচালয়ের কাছেই একটি পরিত্যক্ত বাড়ি রয়েছে, যা মেহেবুব আলমের। তিনি বর্তমানে কর্মসূত্রে বাইরে রয়েছেন। পুলিশ এই বাড়ি ও এর আশপাশের এলাকায় আরও বোমা মজুত থাকার সম্ভাবনা তদন্ত করছে।

বোমা মজুতের পেছনে নাশকতার কোনো উদ্দেশ্য ছিল কি না, সেই প্রশ্নও উঠেছে। এসডিপিও কাশীনাথ মিস্ত্রি জানিয়েছেন, গোটা বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে শীঘ্রই নতুন তথ্য উঠে আসতে পারে বলে জানিয়েছেন তারা।