নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার সকালে ৫০০ জন যুবক বিদ্যাসাগরের অবয়ব আঁকা টি-শার্ট পরে গলায় বিদ্যাসাগরের ছবি ঝুলিয়ে পায়ে হেঁটে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে পৌঁছান। র্যালীর সামনে একটি ফ্লেক্স ছিল তার নীচে লেখা দাদার অনুগামী। প্রধানত শুভেন্দু অধিকারীর অনুগামীদের তরফে এই কর্মসূচির আয়োজন করা হয়।বিদ্যাসাগরের জন্মভিটায় তাঁর আবক্ষ মূর্তি তে মাল্যদান করা হয়।
ওই এলাকার ৫ জন শিক্ষককে তারা সম্মান জ্ঞাপন করেন। ছিলেন তৃণমূলের জেলার সাধারন সম্পদক অজিত দে, জেলা পরিষদের অধ্যক্ষ তপন দত্ত ,জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি ,চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ।