দেখিতে গিয়েছি পর্বতমালা,দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,
একটি ধানের শিষের উপরে একটি শিশিরবিন্দু।
পাপিয়ার কথা, আমাদের চোখের সামনে প্রকৃতি এতো সুন্দর করে তার উপাদান ছড়িয়ে রেখেছে যা আমরা দেখেও দেখি না। একটি ছোটো সুপারি দিয়েও যে সুন্দর মূর্তির রূপ দেওয়া যায় তেমনি কিছু করার চেষ্টা করেছি। মানুষের কাছে সেই বার্তাই পৌঁছে দিতে এবার তিনি প্রায় দু’কেজি সুপারি দিয়ে তৈরি করেছেন দুর্গা প্রতিমা। চাল চিত্র সহ প্রতিমার উচ্চতা এক ফুট চার ইঞ্চি। দুর্গা মূর্তির উচ্চতা ১০ ইঞ্চি, ৭ ইঞ্চি লক্ষী এবং সরস্বতী। গণেশ,কার্তিক আর অসুর সাড়ে ৪ ইঞ্চি।
…………………..Advertisement…………………