সৌভিক সরকার,ব্যারাকপুরঃ ত্রাণ বিলি করতে গিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর গাড়ি আটকালো আমডাঙা থানার পুলিশ। এরপর পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন ব্যারাকপুর এর বিজেপি সাংসদ অর্জুন সিং।
ঠিক কি হয়েছিল ?
এদিন বারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙা মরিচা গ্রাম পঞ্চায়েত এলাকায় ত্রাণ বিলি করতে যাচ্ছিলেন সাংসদ অর্জুন সিং। কিন্তু পথেই তাঁর গাড়ি আটকে দেয় আমডাঙার ডিএসপি রোহিত শেখ এবং আমডাঙা থানার আইসি দেবাশিস বাবু। গাড়ি থেকে নেমে অর্জুন সিং ডিএসপি রোহিত শেখের কাছে জানতে চান, আমডাঙায় বাজার থেকে শুরু করে প্রতিটি দোকানপাট খোলা থাকছে, রেশনের সমস্ত চাল-গম লুঠ হয়ে যাচ্ছে, গরিব মানুষেরা রেশন পাচ্ছেনা ,মসজিদে নামাজ পড়াও চলছে ওগুলো আপনি দেখছেন না।আর আমার লোকসভা কেন্দ্রের এলাকায় আমি ত্রাণ দিতে যাচ্ছি আর আমার গাড়িই আটকে দিলেন? উত্তরে রোহিত বাবু জানান, চিফ সেক্রেটারির অর্ডার আছে। তবে চিফ সেক্রেটারির অর্ডারের কপি অর্জুন সিং দেখতে চাইলেও সেটা দেখাতে পারেননি ডিএসপি রোহিত শেখ।