বরানগর: বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বরানগরে (BJP- TMC Clash) প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিজেপি। মিছিলটি বঙ্গলক্ষ্মী বাজার থেকে বরানগর থানা পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু বরানগর স্টেট জেনারেল হাসপাতালের সামনে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। সেখানে তৃণমূলের পাল্টা মিছিল ঘিরে দু’পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
বিজেপির অভিযোগ, তৃণমূল সমর্থকেরা তাদের মিছিলে কটূক্তি করে। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপির মিছিল থেকে ‘চোর চোর’ স্লোগান ওঠায় তারা প্রতিবাদ জানায়। এর জেরে হাসপাতাল সংলগ্ন এ কে মুখার্জি রোড রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার প্রতিবাদে বিজেপি সমর্থকেরা বি টি রোডে অবস্থান বিক্ষোভে বসেন। এর জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে।
বিজেপি উত্তর কলকাতা শহর জেলা কমিটির সভাপতি চণ্ডীচরণ রায় তৃণমূলের বিরুদ্ধে সমাজ ও সংস্কৃতি বিরোধী আচরণের অভিযোগ তোলেন। তিনি বলেন, “তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। আগামী নির্বাচনে এর ফল হাতেনাতে পাবে তৃণমূল।” হাসপাতালের মধ্যে মাইক বাজানো নিয়েও তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
দক্ষিণ বরানগর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ বর্ধন বিজেপির মিছিলে বহিরাগতদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “বহিরাগতদের দিয়ে বাংলা ও বরানগরের শান্ত পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা আমরা মেনে নেব না।”