খবরএইসময়,বারাকপুরঃবিজেপি্র যুবনেতা তথা ব্যারাকপুর আদালতের বিশিষ্ট আইনজীবী মণীশ শুক্লা দুষ্কৃতীদের গুলিতে খুন হওয়ার পর গোটা ব্যারাকপুর জুরে রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তাল। আর এই পরিস্থিতিতে টিটাগড়ে তৃণমূলের পক্ষ থেকে শান্তি মিছিলের আয়োজন করা হয়৷
মঙ্গলবার এই শান্তি মিছিল টিটাগর পুরসভার সামনে থেকে শুরু হয়ে বিটি রোড ধরে ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম জ্যোতিপ্রিয় মল্লিক সহ রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র।এদিনের এই শান্তি মিছিলে পা মেলাতে দেখা গিয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, কামারহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গোপাল সাহা,খড়দহ পুরসভার পুর প্রশাসক কাজল সিনহা,বারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাস সহ অন্যান্য নেতৃত্বদের পাশাপাশি কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী – সমর্থকদের।
প্রসঙ্গত, এপি দেবী রোড এবং বিটি রোড সংলগ্ন এলাকায় জনা কয়েক দুষ্কৃতী বাইকে করে এসে বিজেপি নেতা মণীশ শুক্লার উপরে হামলা চালায়। সরাসরি গুলি করা হয় বিজেপির স্থানীয় জেলা কমিটির সদস্য মণীশকে লক্ষ্য করে।
তাঁর বুকে এবং মাথায় গুলি লাগে। জানা গিয়েছে যে ওই নেতাকে লক্ষ্য করে মোট ১৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তাতেই গুরুতত জখম হন মণীশ। তড়িঘড়ি তাঁকে স্থানীয় বিএমআরসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।