সৌভিক সরকার,বনগাঁঃ গোবরডাঙ্গা হাসপাতাল চত্বরের ভেতরে যে সমস্ত গাছ রয়েছে এক এক করে সেখান থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কেটে বিক্রি করে দিচ্ছে। এমনই অভিযোগ তুলে গোবরডাঙ্গায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক মিছিল করা হল৷
মঙ্গলবার মিছিলের পর হাসপাতাল চত্বরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, আমফান ঝড়ে যে গাছগুলি ভেঙে গিয়েছিল সেগুলো ছাড়াও প্রায় সমস্ত গাছ কেটে ফেলা হচ্ছে হাসপাতাল চত্বর থেকে।
এছাড়াও হাসপাতাল অবিলম্বে ২৪ ঘণ্টা চালু করতে হবে৷ করোনা টেস্ট করতে হবে। একাধিকবার বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেয়ার পরেও কোনো কাজ হয়নি এমনটাই অভিযোগ ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদের। তাই এদিন হাসপাতালের সামনে প্রায় একঘণ্টা বিক্ষোভ দেখান কর্মীরা। হাসপাতাল আছে ঠিকই পরিষেবা মিলছে না এমনই দাবি জানায় সাধারণ মানুষ।