Homeঅফবিটবৌমার উপর লক্ষীর ভর করতেই গড়বেতার সাহা বাড়িতে শুরু হয় মা লক্ষীর...

বৌমার উপর লক্ষীর ভর করতেই গড়বেতার সাহা বাড়িতে শুরু হয় মা লক্ষীর আরাধনা

Published on

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ  বৌমার উপর ধনদেবীর ভর। আর তা দেখেই নিজের বাড়িতে মা লক্ষীর আরাধনা শুরু করেন গড়বেতার গদাধর সাহা।

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার খড়কুশমা একটি বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামেই বাস করতেন গদাধর সাহা। জমি জায়গার অভাব ছিল না। ফলে জমিতে চাষাবাদ করেই সংসার চালাতেন৷ স্ত্রী আর দুই পুত্র কে নিয়ে সংসার। দুই পুত্র নারায়ণ ও ফকির। দুই পুত্রের বিয়েও দিয়ে দেন তিনি। ফকির সাহার বিয়ে হয় বিজন বালা সাহার সঙ্গে। বিজন বালা ছিলেন অপরুপা সুন্দরী ও খুব করিৎকর্মা। সংসারের সম্পূর্ণ দায়িত্ব সামলাতেন একা হাতেই।

  …………………….Advertisement……………………….

এক শরৎ-এ আগমনী সুর বেজে উঠেছে। মাঠে মাঠে সবুজের সমারোহ। ধানের আগায় বিন্দু বিন্দু শিরিরের প্রলেপ। ঠিক এমনই এক সন্ধ্যায় বাড়িতে সবাই যখন বসে আগামী দিনের গল্পে মশগুল সেই সময় হঠাৎ করেই বিজন বালা দেবীর উপর মা লক্ষীর ভর হয়। প্রথমে বাড়ির সকলেই হতচকিত হয়ে পড়ে। পরে মা লক্ষী স্বয়ং ভরে বার্তা দেন তার আরাধনা করার।

সেই দিন রাত্রেই গদাধর সাহা যখন ঘুমাচ্ছিলেন সেই সময় দেবী তাকে ফের স্বপ্নে দেখা দিয়ে নিজের বাড়িতে তার আরাধনার কথা জানান৷ স্বপ্নের ঘোরেই তিনি দেখেন যে, চারিদিকে যেন আলোর রোশনাই-এ ভরে উঠেছে। বাজছে শাঁখ, কাঁসর ঢোল সানায়ের বাদ্য৷ সকালে উঠেই তিনি পরিবারের বাকি সদস্যদের কাছে তার রাত্রের স্বপ্নের কথা জানালে সেদিনই সকলেই ঠিক করেন দেবীর আরাধনার কথা৷

কিন্তু হাতে সময় কম থাকায় তাড়াতাড়ি ছুতোর ডেকে প্রতিমা বানিয়ে বাড়ির উঠোনে পুজো শুরু হয়। পরের বছর আলাদাভাবে বাঁশ খড় দিয়ে মন্ডপ বানিয়ে তাতে পুজো হয়। তার পর থেকে ওই মন্ডপেই পুজো হয়ে থাকে। বর্তমানে মন্দির সংস্কার করে মার্বেল পাথর বসানো হয়েছে।

গদাধর সাহার মৃত্যুর পর তার ছেলেরা পুজোর দায়িত্ব নেই। প্রায় একশ বছর এই ভাবেই পুজো হয়ে আসছিল। কিন্তু ফকির সাহা ও নারায়ণ সাহার মৃত্যু হলে তাদের ছেলেরা প্রতি বছর এক একজন করে পুজোর দায়ভার নিয়ে পুজো করতে শুরু করেন। এই বছর পুজো ১২৬ বছরে পড়লো।

পুজোর পরিচালনা করার অন্যতম কর্ণধার ভোলানাথ সাহা জানান, আমাদের এই পুজো কয়েক বছর ধরে পরিবার হিসেবে ভাগ করে পুজো করা হলেও আদতে সাহাদের পারিবারিক পুজো৷এই পুজোতে পরিবারের সকল সদস্য যেমন একসঙ্গে পুজোর আনন্দে মেতে উঠে তেমনই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই হাজির হয় পুজোর দিনে। তবে আমাদের পুজোর বিশেষত্ব হলো আগে পরিবারের পারিবারিক সন্ন্যাসী বাবার পুজো হওয়ার পর লক্ষী পুজো শুরু হয়। আর পুজো তে ঢোল সানাইয়ের নহবতের সুরে ঘট ডুবানোর কাজ শুরু হয়৷

সেই ধারা বজায় রেখে সাহা পরিবারের সদস্যরা এখনো ঢোল সানাইয়ের নহবতের সুরে ঘট ডুবাতে যান। তবে বর্তমানের এই করোনা অতিমারির কারনে এবার সেই পারিবারিক ঐতিহ্যের কিছুটা শিথিল করা হয়েছে৷ নাম মাত্র কয়েকজন সানায় বাদক নিয়েই এবার ঘট ডুবানোর কাজ হবে।

পরিবারের সদস্য সান্তনু সাহা বলেন , আমাদের এই সাহা পরিবারের পুজো প্রতিবছর বারি করে পালিত হয়। এবার পুজোর বারি পড়েছে আমাদের৷ চারদিন ধরে এই পুজোতে যেখানে পরিবারের সকল আত্মীয় সজন আসতেন এবার তা হচ্ছে না৷ আর যারা উপস্থিত থাকবেন তাদের প্রত্যেকের মাস্ক অবশ্যই থাকবে। সামাজিক দুরত্ব বজায় রেখে পুজো অর্চনা হবে৷ প্রতিদিন মন্ডপ স্যানিটাইজার করা হবে।

তবে খড়কুশমার সাহাদের পরিবারের এই লক্ষী পুজো সাহা পরিবারের হলেও বর্তমানে তা গ্রামের সকলের পুজো হয়ে উঠছে। সাহাদের এই পুজোতে গ্রামের মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতোই।

Latest News

Elon Musk: ৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ইলন মাস্ক

ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিশ্বজুড়ে শোনা যাচ্ছে ইলন মাস্কের (Elon Musk) ডঙ্কা। ৫ নভেম্বর...

Maharashtra Election: স্বরা ভাস্করের স্বামী ফাহাদ পরাজিত, ইভিএমকে দোষারোপ করলেন অভিনেত্রী

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের (Maharashtra Election) ভোট গণনা প্রায় শেষের পর্যায়ে। বেশ কয়েক দফা ভোট...

Maharashtra Election: মহারাষ্ট্রের ভোটে স্বপ্নভঙ্গ আসাদউদ্দিন ওয়েইসির, ১% ভোটও পায়নি এআইএমআইএম

২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের (Maharashtra Election) ফলাফল আসাদউদ্দিন ওয়েইসির  (Asaduddin Owaisi) স্বপ্নে জল...

Navjot Singh Sidhu: নভজ্যোত সিং সিধুর স্ত্রীর ক্যান্সারের চিকিৎসার দাবি কতটা সত্য? সত্যি সামনে আনল টাটা মেমোরিয়াল হাসপাতাল

প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুর (Navjot Singh Sidhu) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে,...

More like this

Dilip Ghosh: অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর থেকে বড় নেতা! দিলীপ ঘোষের মন্তব্য নতুন করে অস্বস্তিতে বিজেপি

শনিবার পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা কেন্দ্রের সব কটিতেই তৃণমূলের দখলে (Dilip Ghosh)। এমনকী বিজেপির মাদারিহাট...

Police: শুদ্ধিকরণের পথে আরও এক ধাপ এগোল পুলিশ! কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হল আইসি পার্থ ঘোষকে

মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর বার্তার পর একের পর এক পুলিশ (Police) আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া...

Kanti Ganguly: বাইপাসের ধারে বেশিরভাগ জলাজমি নিয়ে দু্র্নীতি বাম আমলের! কুণাল ঘোষের মন্তব্যে সরব কান্তি গঙ্গোপাধ্যায়

কসবার কাউন্সিলরকে খুনের চেষ্টার পর উঠে আসছে বিঘার পর বিঘা জলাজমি দখলের লড়াইয়ের তত্ত্ব। ...