সমীর সাহা,নদীয়াঃ নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। এক নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণপুরা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণপুরা গ্রামের বাসিন্দা সতেরো বছরের এক নাবালিকার প্রতিবেশী প্রসেনজিৎ মন্ডল নামে এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক করেন। ঘটনার কথা জানাজানি হতেই গ্রামজুড়ে আলোড়ন পরে যায়।
জানতে পেরে স্থানীয় এক অঙ্গনওয়ারী কর্মী নাবালিকার বিয়ে এই বয়সে দেওয়া ঠিক নয় বলে উভয় পরিবারকে সতর্কও করে দেন।যদিও ওই অঙ্গনওয়ারী কর্মীর কথায় কান না দিয়েই বিয়ের ব্যবস্থা করলে প্রশাসনিক হস্তক্ষেপে আপাতত বিয়ে বন্ধ রাখে দুটি পরিবারই।
তবে বিয়ে বন্ধ হয়ে যাওয়ায় মুষড়ে পরে নাবালিকা ও ওই যুবক। তারপর দুই পরিবারকে অন্ধকারে রেখে বৃহস্পতিবার স্থানীয় একটি মন্দিরে ওই নাবালিকাকে গোপনে বিয়ে করে নেয় প্রসেনজিৎ মন্ডল। পরে নাবালিকার বিয়ের খবর ব্লক প্রশাসনের কাছে পৌঁছালে শুক্রবার সকালে নবদ্বীপ থানার পুলিশকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণপুরা গ্রামে পৌঁছায় ব্লক প্রশাসনের আধিকারিক।
দুটি পরিবারকে ডেকে নাবালিকা বিয়ের কুফল সম্বন্ধে বোঝান হয়। শেষ অবধি দুটি পরিবার বিয়ে স্থগিত রাখতে সম্মত হয়। প্রশাসনের পক্ষ থেকে একটি মুচলেখা লিখিয়ে দুটি পরিবার সহ গ্রামবাসীর স্বাক্ষর নেওয়া হয়। এবিষয়ে নাবালিকার মা বলেন, আমরা জানি কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়াটা আইনত দণ্ডনীয়। আমাদের ভুল হয়েছে।
পাশাপাশি তিনি এও জানান, আজকালকার ছেলে মেয়েদের বোঝান মুশকিল। ওরা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিয়ে ফেলে। তিনি আরও বলেন মেয়ের বিয়ে আঠারো বছরের আগে আর দিচ্ছিনা। ছেলের মাও সহমত পোষণ করেন।