সৌভিক সরকার, কাঁচরাপাড়া: দোকান থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী ।ঘটনাটি ঘটেছে ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়াতে।
বেসরকারী ব্যাংকের থেকে লোন নিয়েছিলেন বছর পঞ্চাশের মনা ভট্টাচার্য। বাড়ি কাঁচরাপাড়া 6 নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস সংলগ্ন এলাকায়। মনা দেবী পোস্ট অফিসের সামনে চা বিক্রি করে দিন আনে দিন খান। একটি বেসরকারি ব্যাংকের গ্রুপ লোনের টাকা দেবে বলে স্থানীয় এক সোনার দোকানে সোনা বন্ধক রেখে ৫০হাজার টাকা ধার করেছিলেন ওই মহিলা। ব্যাগভর্তি সেই টাকা নিয়ে সোজা চলে আসেন দোকানে। তারপর দোকানদারি করার সময় একটি লোক দোকানে এসে বসেন মুখে গামছা বাঁধা অবস্থায়। সেই সময় মনা ভট্টাচার্য্য জল আনতে বাইরে যান। সেই সুযোগে ব্যাগ নিয়ে সোজা চম্পট দেয় সেই ব্যক্তি। আশেপাশে কেউ না থাকায় পালিয়ে যায় ওই ব্যক্তি। অবশেষে বীজপুর থানার দ্বারস্থ হয় ওই বৃদ্ধ দম্পতি। কিভাবে চলবে আগামী দিন কিভাবে ফেরত দেবেন লোকের টাকা সেই ভেবে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বৃদ্ধ ওই দম্পতির অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।