নিজস্ব প্রতিনিধি,কলকাতা: জেড ক্যাটাগরির নিরাপত্তা বলয় থেকে নিজেকে মুক্ত করলেন শুভেন্দু অধিকারী। বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা। আজ সেই জল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রিসভার সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন মেদিনীপুরের বর্ষীয়ান জননেতা শুভেন্দু অধিকারী।
গত বুধবার হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি) –এর চেয়ারম্যান পদে ইস্তফা দিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন নবান্নে।কালবিলম্ব না করে বৃহস্পতিবারই হুগলির সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ওই পদে নিয়োগ করা হয়।আর ঠিক তার একদিন বাদেই রাজ্য সরকারের প্রদত্ত জেড ক্যাটাগরির সিকিউরিটি ছেড়ে দিলেন শুভেন্দু নিজেই। সেখান থেকেই জল্পনা চলছিল মন্ত্রীপদ ছাড়ার। সেই জল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রিসভার সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী।
যেহেতু মাওবাদী অধ্যুষিত এলাকার জননেতা তৎসহ রাজ্যের পরিবহন মন্ত্রী থাকার ফলে জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে। তবে এই জেড ক্যাটাগরির নিরাপত্তা বলয় থেকে নিজেকে মুক্ত করে এবার মন্ত্রীসভাও ত্যাগ করলেন শুভেন্দু অধিকারী ।
এতদিন মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ সেচ ও পরিবহন মন্ত্রক সহ ৩টি গুরুত্বপূর্ণ পদে থাকা সত্বেও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তাঁর ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী।
তবে বেশ কিছুদিন ধরে তাঁকে নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছিল জল্পনা। মুখ্যমন্ত্রীর নির্দেশে একাধিক বৈঠকও হয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে। তবে দল এখনও না ছাড়লেও মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন তিনি।পাশাপাশি, হলদিয়া ডেভেলপমেন্ট অর্থারিটির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়ে দিলেন তিনি। একসঙ্গে দায়িত্বে থাকা বহু গুরুত্বপূর্ণ পদ থেকেই সরে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী।