Baranagar: বরানগর মল্লিক কলোনির অবৈধ গুদামে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৩

পল্লব হাজরা, বরানগর: মঙ্গলবার সকালে হঠাৎ আগুন লেগে যায় বরানগর (Baranagar) ২০৭/১৮০ মল্লিক কলোনির অবৈধ গুদামে। অগ্নিকাণ্ডের জেরে ঢাকে গোটা এলাকা। পাশাপাশি বাড়ি থাকায় স্থানীয়দের মধ্যে ছড়ায় আতঙ্ক। বাড়ি ভাড়া নিয়ে অবৈধভাবে গুদাম তৈরির অভিযোগ ওঠে ভারাটের উপর । স্থানীয়রা অভিযোগ করে অবৈধভাবে তৈরি করা গুদাম যার সম্পর্কে জানতেন না স্থানীয় কাউন্সিলর সহ প্রতিবেশী। তুল সহ বিছানা তৈরির সামগ্রী মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। গুদামের কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ ফেটে পড়েন স্থানীয় মানুষ। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিন। খবর পেয়ে ছুটে আসে বরানগর থানার পুলিশ সহ ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডালিয়া মুখার্জি। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। বেশ কয়েক ঘন্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।

স্থানীয় কাউন্সিলর ডালিয়া মুখার্জি জানান ঘটনার কথা শুনে ছুটে এসেছি। দেখি আগুন জ্বলছে। ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ায় মানুষ যথেষ্ট আতঙ্কিত। প্রচুর পরিমান ধোঁয়ার ফলে শ্বাসকষ্ট জনিত সমস্যায় পড়েছেন অঞ্চলের বয়স্ক মানুষ। তবে কি করে বাড়ি ভাড়া নিয়ে ফোম তুলো মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখা হবে। ভিতরে ছিল না কোন অগ্নিনির্বাপক যন্ত্র ।

স্থানীয় দেবজ্যোতি বণিক বলেন আগুন লাগার ঘটনায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয় মানুষ। কালো ধোঁয়ায় তিনজন অসুস্থ হয়ে পড়েন। ফোনে যোগাযোগ করা হলে সামনে আসতে চাইছেন না বাড়ির মালিক ও ভাড়াটে। তবে কি করে ঘনবসতি অঞ্চলে প্লাস্টিক ফোম জাতিয় দাহ্য বস্তু মজুত করা হয় তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রতিবেশী। আগুন লাগার ঘটনার কারণ খতিয়ে দেখছে দমকল সহ বরানগর থানার পুলিশ।