Asia Cup: পাকিস্তানের আপত্তিতে পাইক্রফটকে সরিয়ে দিল আইসিসি

এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচ ঘিরে বড় ধরণের নাটকীয়তা তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র আপত্তির মুখে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পিটিআই। আজ বুধবার অনুষ্ঠিতব্য এই ম্যাচে পাইক্রফটের পরিবর্তে দায়িত্ব পালন করবেন আইসিসির এলিট প্যানেলের আরেক অভিজ্ঞ রেফারি রিচি রিচার্ডসন।

এই সিদ্ধান্তকে অনেকেই ‘সমঝোতামূলক’ সমাধান হিসেবে দেখছেন, যা পিসিবিকে সম্মান রক্ষা করার সুযোগ দিয়েছে এবং একই সঙ্গে দলটির টুর্নামেন্ট (Asia Cup) থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনাও আর নেই। পিসিবির শীর্ষ সূত্র পিটিআইকে জানায়, ‘পাকিস্তান দল এশিয়া কাপে খেলবে, তবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া আরব আমিরাতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পাইক্রফট দায়িত্বে থাকছেন না।’

India–Pakistan Asia Cup match ends in handshake row | India-Pakistan  Tensions | Al Jazeera

বিতর্কের সূত্রপাত ঘটে ভারত-পাকিস্তান ম্যাচে। ৭ উইকেটে জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি। ভারত এই সিদ্ধান্ত নিয়েছে জম্মু-কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। তবে পিসিবি অভিযোগ তোলে, ম্যাচ রেফারি পাইক্রফটই নাকি দুই দলের অধিনায়ককে করমর্দন বাদ দিতে নির্দেশ দিয়েছিলেন।

এ নিয়ে পিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে, পাইক্রফটের বিরুদ্ধে আইসিসির আচরণবিধি ও ‘খেলাধুলার চেতনা’ ভঙ্গের অভিযোগ তোলে। তবে আইসিসি প্রথমে পিসিবির এই দাবি খারিজ করে দেয়। একইসঙ্গে পাইক্রফটকে পুরো টুর্নামেন্ট থেকে সরানোর দাবিও প্রত্যাখ্যান করে। তবে সাম্প্রতিক এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে এক ম্যাচের জন্য হলেও পিসিবি-আইসিসি সমঝোতা হয়েছে।

তবে পাকিস্তান সুপার ফোরে (Asia Cup) উঠলে পাইক্রফট পুনরায় দায়িত্বে ফিরবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি) এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। পাকিস্তানের জন্য আমিরাতের বিপক্ষে ম্যাচটি বাঁচা-মরার লড়াই। জয় পেলে তারা সুপার ফোর নিশ্চিত করবে। এমনটা হলে আগামী রবিবার আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান লড়াই।