নিজস্ব প্রতিনিধি,বিধাননগরঃ বিজ্ঞাপনের জন্য গাড়িতে স্টিকারিং করিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল একটি দুগ্ধজাত সামগ্রী উৎপাদনকারী কোম্পানির বিরুদ্ধে। আনুমানিক কয়েক কোটি টাকা প্রতারণার শিকার প্রায় ৮০০ অ্যাপ ক্যাবের চালক-সহ মালিকরা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ইকোপার্ক সংলগ্ন ওই দুধ কোম্পানির সামনে বিক্ষোভ দেখান প্রতারিত ক্যাব চালক ও মালিকরা।
অ্যাপ ক্যাব মালিকদের অভিযোগ, ওই কোম্পানি নিজেদের বিজ্ঞাপন দেওয়ার জন্য গাড়ি পিছু দৈনিক চার হাজার টাকা করে দেওয়ার কথা বলে অ্যাপ ক্যাব মালিকদের। এ জন্য প্রায় ৮০০ ক্যাব মালিকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। মূলত বিজ্ঞাপনের তালিকায় গাড়ি নথিভুক্তরণের নামে কারও কাছে ২৫ হাজার আবার কারও কাছে ৩৫ হাজার টাকা করে নেওয়া হয়। এমনকী কোনও রকম সন্দেহ এড়াতে ডেয়ারির বিজ্ঞাপনের জন্য প্রতিটি গাড়িতে স্টিকারিংও করা হয়।
কিন্তু চুক্তি মতো এক মাস বিজ্ঞাপন চালানোর পর প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ক্যাব মালিকরা। তাঁরা জানান, বিজ্ঞাপন বাবদ টাকার জন্য কোম্পানির ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাননি। পরে কোম্পানি উঠে যাওয়ার কথা শোনেন তাঁরা। এর পরেই টাকা ফেরতের দাবিতে ইকোপার্ক সংলগ্ন ওই কোম্পানির সামনে সোমবার রাত ৯ টার পর থেকে বিক্ষোভ দেখাতে থাকেন প্রতারিত ক্যাব মালিক-সহ চালকরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানার পুলিশ। ক্যাব মালিকদের দাবি, পুলিশকে জানিয়েও কোনও সদুত্তর না পেয়ে তাঁরা যখন টাকা ফেরতের দাবিতে রাস্তা অবরোধ করেন, তখন শাসকদলের স্থানীয় ছেলেরা এসে তাঁদেরকে রাস্তা থেকে সরে যেতে বলেন। তাঁদের কথা না মানায় ক্যাব চালকদের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং গাড়িতে এলোপাতাড়ি লাথি মারা হয় বলে অভিযোগ। এর পর বাধ্য হয়ে রাস্তা থেকে সরে যান ক্যাব চালকরা।