নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লিঃ রাজ্যসভায় তুলকালাম। তিন বিতর্কিত কৃষি আইন নিয়ে অধিবেশনে আলোচনার সুযোগ না-পেয়ে মঙ্গলবার ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা। কিছুক্ষণের জন্য সভার কাজ মুলতুবি করে দেওয়া হয়।
মঙ্গলবার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। শুরুতেই সাসপেনশন অফ বিজনেস-এর নোটিস দেন একদল বিরোধী সাংসদ। তার মধ্যে তৃণমূলের সুখেন্দুশেখর রায়, বিএসপি-র অশোক সিদ্ধার্থরাও আছেন। রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু অবশ্য দাবি মেনে অধিবেশনে কৃষি আইন নিয়ে আলোচনায় অনুমতি দেননি। এর পরেই রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা।
ঝলকে ঘটনাবলি —
সকাল ৯টা ১০ থেকে ৯টা ২০: কৃষকদের আন্দোলনের প্রেক্ষিতে সাসপেনশন অফ বিজনেসের নোটিস দেন আরজেডি সাংসদ মনোজ ঝা, তৃণমূলের সুখেন্দু শেখর, ডিএমকে সাংসদ তিরুচি শিবা, সিপিএম সাংসদ এলামারম করিম, বিএসপি-র অশোক সিদ্ধার্থরা।
সকাল ৯টা ৪১: রাজ্যসভার চেয়ারম্যান বলেন, ‘নিজের বক্তৃতায় রাষ্ট্রপতি কৃষকদের আন্দোলন নিয়ে মতামত জানিয়েছেন। আমি আজ আলোচনা শুরু করতে চেয়েছিলাম। কিন্তু আমাকে বলা হয়, আলোচনা প্রথমে লোকসভায় হবে। সে কথা মাথায় রেখে রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে কাল আলোচনায় রাজি হই আমরা।’ তাঁর সংযোজন, ‘কৃষি আইন নিয়ে হাউজে যথেষ্ট আলোচনা হয়েছে। কথা হয়নি বলে যে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা ভুল। প্রত্যেক দলের সাংসদ তাঁদের বক্তব্য ও প্রস্তাব জানাতে পেরেছেন।’
সকাল ৯টা ৪৫: বিরোধীদের ওয়াক আউট
সকাল ৯টা ৪৮: বেলা সাড়ে ১০টা পর্যন্ত রাজ্যসভা মুলতুবি।
বেলা ১০টা ৩৪: বিরোধীদের প্রতিবাদের প্রেক্ষিতে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ফের মুলতুবি সভা।