শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানের বোর্ডে ধাক্কা মারলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নারায়ণগড় থানা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করেন আশপাশের লোকজন। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আপৎকালীন অ্যাম্বুল্যান্সে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় মকরামপুর হাসপাতালে। কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে সূত্রের খবর।
প্রত্যক্ষদর্শীরা জানান, খড়্গপুর থেকে বেলদার দিকে যাচ্ছিলেন বাইক আরোহী ওই যুবক। বাইকের গতি বেশ ভালোই ছিল। জাতীয় সড়কে সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এর পরে জাতীয় সড়কের ধারে থাকা একটি দোকানের হোর্ডিংয়ে ধাক্কা মারেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন নারায়ণগড় থানা ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে খবর দেন। তার পরেই আসে অ্যাম্বুল্যান্স। এদিন সন্ধ্যা পর্যন্ত যুবকের নাম, পরিচয় জানা যায়নি।