নিউজ ডেস্ক: কংগ্রেসের অভ্যন্তরীণ গোলমাল এবং চিঠি বিতর্কের প্রেক্ষিতে রাজ্যসভায় বিরোধী দলনেতা, হাত শিবিরের বর্ষীয়ান সাংসদ গুলাম নবি আজাদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রেক্ষিতে বিতর্কে রাজ্যসভায় সোমবার বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে জম্মু-কাশ্মীর নিয়ে গুলাম নবির মন্তব্যের প্রসঙ্গে তোলেন তিনি।
মোদীর কথায়, ‘গুলাম নবিজি সব সময় ভদ্র ভাষায় কথা বলেন, কোনও আপত্তিকর কথা তাঁর মুখে শোনা যায় না। এ জন্য ওঁকে আমি সম্মান করি। উনি জম্মু-কাশ্মীরের ভোটের প্রশংসা করেছেন। কিন্তু আমি তা নিয়ে উদ্বিগ্ন। আমি আশা করি, আপনার দল এটাকে সঠিক ভাবে দেখবে এবং একে জি-২৩র আলোয় দেখবে না।’ গত বছর দলের অভ্যন্তরে আমূল বদলের দাবিতে নেত্রী সনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন ২৩ নেতা। সেই প্রসঙ্গেই জি-২৩ শব্দবন্ধ ব্যবহার করেন মোদী। সেই দলে গুলাম নবিও ছিলেন।