নিউজ ডেস্ক: মদ মাফিয়ার আক্রমণে উত্তর প্রদেশের কাশগঞ্জে মৃত্যু হলো এক কনস্টেবলের। গুরুতর আহত আর এক পুলিশকর্মী।
মঙ্গলবার গভীর রাতে বেআইনি মদের কারখানার বিরুদ্ধে অভিযান চালাতে সিধপুরা থানার নাগলা ধীমর গ্রামে যায় পুলিশের একটি দল। সেই দলেই ছিলেন কনস্টেবল দেবেন্দ্র এবং সাব-ইনস্পেক্টর অশোক।
তখনই তাঁদের উপর হামলা চালায় মদ মাফিয়ারা। বেধড়ক মারধর করা হয় দেবেন্দ্রকে। সেখানে মৃত্যু হয় তাঁরা। আর সাব-ইনস্পেক্টর অশোক কুমারকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জেলাশাসক চন্দ্রপ্রকাশ সিং। দলে থাকা অন্য এক পুলিশকর্মী কোনওমতে পালান। তিনিই ঘটনার খবর জানান সকলকে। লাঠি এবং রাইফেল নিয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতের পরিবারকে এককালীন ৫০ লক্ষ টাকা এবং এক সদস্যের চাকরির প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।
স্বাভাবিক ভাবেই ঘটনার পর আরও একবার প্রশ্ন উঠেছে উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে। আদিত্যনাথ অবশ্য টুইটে দাবি করেছেন — অপরাধ এবং অপরাধীদের প্রতি জিরো টলারেন্সের নীতিতে কাজ করে উত্তর প্রদেশ সরকার। আইনশৃঙ্খলা প্রশ্নে কোনও আপসের জায়গা নেই। ঘটনায় দড়িত অপরাধীদের বিরুদ্ধে শীঘ্রই কঠোর পদক্ষেপ করা হবে।