বিনোদন ডেস্কঃ ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের অফিশিয়াল এন্ট্রি জাল্লিকাট্টু অস্কারের দৌড় থেকে বাদ পড়লেও এখনও শেষ হয়নি আশা। শর্ট ফিল্ম বিট্টু সেরা লাইভ অ্যাকশন ফর্ট ফিল্ম বিভাগে নির্বাচনের পরবর্তী পর্বে পৌঁছেছে।
সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে মনোনীত হয়েছিল লিজো জোস পেল্লিসারির মালয়ালম ভাষার ছবি জাল্লিকাট্টু। কিন্তু সেরা পাঁচের দৌড়ে যে ১৫টি ফিচারকে বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে জাল্লিকাট্টুর নাম নেই। আজ এ কথা জানিয়েছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (আমপাস)। লেখক হরীশের লেখা ছোট গল্প মাওইস্ট-এর ভিত্তিতে নির্মিত এই সিনেমা। ২০১৯-এর সেপ্টেম্বরে টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মুক্তি পাওয়া জাল্লিকাট্টু বিশ্বজুড়েই প্রশংসিত হয়।
অন্যদিকে, বিট্টু একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি ছবি। দু’টি মেয়ের বন্ধুত্ব এবং স্কুলে একটি দুর্ঘটনার প্রেক্ষাপটে নির্মিত বিট্টু পরিবেশন করেছে ইন্ডিয়ান উইমেন রাইজিং। একতা কাপুর-সহ চার চলচ্চিত্র নির্মাতা এই মঞ্চের সংগঠক। মঞ্চটিতে আছেন গুনীত মোঙ্গাও। যাঁর একটি চলচ্চিত্র ২০১৯-এ সেরা তথ্যচিত্র শর্ট সাবজেক্ট বিভাগে অস্কার জেতে। বিট্টু-র নির্বাচনে খুশি গুনীত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন।
তবে জাল্লিকাট্টুর প্রস্থান ভারতের জন্য বেশ মুষড়ে পড়ার মতো খবর। সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে শেষ ফাইনালে পৌঁছেছিল আশুতোষ গওয়ারিকরের ‘লাগান’, সেটা ২০০১।