শান্তনু পান, পশ্চিম মেদিনীপুরঃ হঠাৎই রাত ৯ টা নাগাদ মেদিনীপুর শহরের একেবারে প্রাণকেন্দ্রের মধ্যে অবস্থিত মেদিনিপুর ডে কলেজ এর ভিতরে একটি হাতি ঢুকে গিয়ে কার্যত তাণ্ডবলীলা শুরু করে দেয়।
শহরের মানুষ এই ধরনের হাতির তান্ডব কার্যত খুব কমই দেখে থাকে, তাই এদিন এই হাতির তান্ডব লীলা দেখতে হাজারো মানুষ শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে কলেজ মাঠের দিকে। রাস্তায় যখন মানুষের ভিড় ঠিক তার উল্টো দিকে কলেজ গেটের ভেতরে ছাত্রছাত্রীরা আতঙ্কে হতভম্ব হয়ে পড়ে।
প্রত্যেক দিনই স্থানীয় মানুষজন যে যার কর্মস্থল থেকে ফিরে অবসরের সময় কাটাতে, কেউবা ঘুরতে কেউবা কিছু খাবার খেতে কেউবা কিছু কেনাকাটা করতে এসে ভিড় জমান ওই কলেজের মাঠে। অন্যান্য দিনের মত আজও আট থেকে আশি সকলেই যখন আড্ডায় মশগুল , ঠিক সেই সময় হঠাৎ করেই কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রাবাসে থাকা ছাত্র-ছাত্রীরা লক্ষ্য করে যে ক্যাম্পাসে হাতি প্রবেশ করেছে। সেই দেখে আতঙ্কে চিৎকার করে দৌড়াদৌড়ী শুরু করে দেয় মাঠে থাকা সকলেই।
তবে, ভর সন্ধ্যায় হাজারো মানুষের ভীড়ে হঠাৎ কীভাবে হাতিটি ঢুকে পরল কলেজের মধ্যে তা নিয়ে কর্তৃপক্ষ থেকে এলাকার সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে! পাশাপাশি হাতিটি কিভাবে ঢুকলো কলেজের মধ্যে, তার নিয়েও উঠছে বিভিন্ন প্রশ্ন?