আবু আলী, ঢাকাঃ বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমণ ঠেকাতে বেশকিছু দিন ধরেই বিক্ষোভ করে আসছে হেফাজতে ইসলাম তথা ক্বওমী আলেম ও বামপন্থি বেশ কিছু সংগঠন। আজ শুক্রবার ঢাকায় বায়তুল মোকাররম এবং বি-বাড়িয়া ও চট্টগ্রামের হাটহাজারিতে পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে হাটহাজারীতে ৪ জন বিক্ষোভকারী মারা গেছে বলে জানা গেছে।
এসব ঘটনায় বিক্ষোভকারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনেকে আহত হয়েছেন। পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে। এর আগেও সম্প্রতি মোদি বিরোধী বিক্ষোভে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেকে আহত হলেও নিহতের ঘটনা আজকেই প্রথম।
উল্লেখ, বাংলাদেশ স্বাধীনতা ৫০ বছর তথা সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে দু’দিনের বাংলাদেশ সফরে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ভারতীয় প্রধানমন্ত্রী। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বাঙালির স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে তিনি কিছু সময় নীরবতা পালন করেন। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি অর্জুন গাছের চারা রোপণ এবং পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন ভারতের প্রধানমন্ত্রী।