খবর এইসময়,নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের দ্বিতীয় দফায় শক্তি বৃদ্ধি এবং তূণীরে নতুন মারণাস্ত্রের সম্ভার সাজিয়ে ফেরার পর লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছিল আক্রান্তের সংখ্যা। কিন্তু নমুনা পরীক্ষায় খামতি থাকায় আশঙ্কা ছিল আক্রান্তের এই সংখ্যাটা আরও অনেকটা বাড়তে পারে। আজ সেই আশঙ্কাই সত্যি হল। রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা বাড়তেই ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। তবে আজ সুস্থতার হার কমলেও প্রায় ৫০০ জন বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। মৃত্যু হল ১৪৫ জনের। কমল সুস্থতার হারও।
তথ্যের ভিত্তিতে পাওয়া সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত প্রকাশিত করোনা বুলেটিন অনুসারে রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯,৪২৮। উত্তর ২৪ পরগনায় এদিনও আক্রান্ত ৪,০০০ এর বেশি। কলকাতায় প্রায় ৩,৮০০। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১,৭১,৮৬১।
এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ১৪৫ জনের।দার্জিলিংয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। উত্তর ২৪ পরগনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় করোনায় মারা গিয়েছেন ৩৮ জন ও দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৩ জনের । এদিন মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৩,৫৭৬।
রাজ্যে এদিন মোট ৬৭,৬২৬টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। ২৩৩টি অ্যাক্টিভ কেস বেড়েছে। ফলে মোট অ্যাক্টিভ কেস বেড়ে হয়েছে ১,৩১,৭৯৩। তবে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনাসহ ১০ জেলায় কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। রাজ্যে এদিন সুস্থ হয়েছেন ১৯,০৫০ জন। যার ফলে মোট সুস্থতা বেড়ে হয়েছে ১০,২৬,৪৯২। এদিন রাজ্যে সুস্থতার হার সামান্য কমে হয়েছে ৮৭.৬০ শতাংশ।