খবরএইসময়,শ্যামনগরঃ শ্যামনগরে এই প্রথম পঞ্চবটী উদ্যান হতে চলেছে শ্যামনগর গ্রিন ফোর্স এর হাত ধরে।বিশ্ব পরিবেশ দিবসে আজ ৫ই জুন বৃক্ষ রোপণের মধ্যে দিয়ে শ্যামনগর শহরে চেষ্টা করা হলো হারিয়ে যাওয়া পঞ্চবটীর পরিবেশকে ফিরিয়ে আনার। আজ রোপণ করা হলো অশোক, বট, আমলকী (পাশাপাশি দূটো), অশ্বত্থ ও বেল, যে পাঁচটা গাছের সমাহারে গড়ে ওঠে এক শান্তির পরিবেশ। যার ফুল, ফলের টানে আগামী দিনে আসবে অনেক পাখি-পক্ষী। এটা করা হলো বড়বাড়ীর পেছনে তরুণ সংঘের ভলিবল খেলার মাঠে। একই সাথে পার্থেনিয়াম নির্মূলের কাজও করা হয়। এই পঞ্চবটী রক্ষা পেলে আগামী প্রজন্মের কাছে হয়ে উঠবে এক দর্শনীয় বিষয়।
গ্রিন ফোর্স- এর শ্যামনগর শাখার সদস্য রনি দে বলেন, ‘দ্য গ্লোবাল গ্রীণ ফোর্স শুধু একটি গ্রাম বা শহর নয়, সমগ্র ধরিত্রীকে সবুজ করার লক্ষে গঠিত হয়েছে। সবুজায়ন ও পাশাপাশি সবুজকে রক্ষা করাই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য। শুধুমাত্র ৫ই জুনই নয় আমাদের কাছে প্রত্যেকটা দিনই বিশ্ব পরিবেশ দিবস। আমাদের গ্রীণ ফোর্সের প্রত্যেকটি শাখার সদস্যরা আজ তাঁদের নিজ নিজ এলাকায় বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করার পাশাপাশি এলাকায় মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের গাছ বিলি করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছেন।’