মদনমোহন সামন্ত, কলকাতা: একদিকে তখন সোনারপুর স্টেশনে বিক্ষোভ অবরোধ চলছে দিন আনি দিন খাই মানুষদের। লকডাউনের বিধিনিষেধ মানতে গিয়ে রোজগারহীন, প্রায় অনাহারে থাকা মানুষদের দাবি স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে, ট্রেন বাড়াতে হবে। অন্যদিকে তখন শ্রমজীবী মানুষের স্বার্থে গণপরিবহন চালু ও লকডাউন প্রত্যাহারের দাবিতে এপিডিআর-এর উদ্যোগে প্রচার অভিযান শুরু হয় দঃবারাসত গোচরণ থেকে।
সংগঠনের পক্ষে আলতাফ আহমেদ বলেন, করোনার প্রথম ঢেউ দেশে আছড়ে পড়ার সময়, তড়িঘড়ি পরিকল্পনাহীন লকডাউনে কাজ হারিয়ে বাড়ি ফিরতে গিয়ে রাস্তাতেই বেঘোরে প্রাণ হারিয়েছেন ভিন রাজ্যে কাজে যাওয়া বহু শ্রমিক। দেশের অগুনতি হকার, সব্জি-মাছ বিক্রেতা, আয়া, পরিচারিকা, নির্মাণ কর্মী, দিন আনি দিন খাই শ্রমজীবী মানুষ যাঁরা রুটিরুজির স্বার্থে মূলত লোকাল ট্রেনের উপর নির্ভর করেন, তাঁরা অচিরেই কাজ হারান। বেরোজগার হন। আত্মহত্যার সংখ্যাও কম নয়। আনলক পর্যায়ে দোকান পাট, অফিস, শপিং মল, সিনেমা হল, বাজার সব খুলে গেল। বাসে গাদাগাদি ভিড় হল। অটো-টোটো তিনগুণ-চারগুণ ভাড়া নিল। কেন্দ্র-রাজ্য লোকাল ট্রেন নিয়ে উচ্চবাচ্য করেনি।
আবার লকডাউন। তার আগে হল নির্বাচন। কোভিডবিধি উড়িয়ে হল সভা। প্রচার। আবার গরীবের পেটে লাথি মেরে লকডাউনে বন্ধ হল গণপরিবহন। বিপাকে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ। গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (APDR) দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির দাবি —
১) অবিলম্বে সরকারি-বেসরকারি বাস, মিনিবাস, লোকাল ট্রেন সহ সমস্ত গণপরিবহণ চালু করতে হবে।
২) কোভিড বিধির কারণে লোকাল ট্রেনের সংখ্যা বাড়াতে হবে।