পল্লব হাজরা, বরাহনগর: স্নান যাত্রার পর শারীরিক অসুস্থতা কাটিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বোন সুভদ্রা, দাদা বলরামের সহিত সুসজ্জিত রথে শ্রী জগন্নাথদেব আসেন মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে । ওড়িশা রাজ্যের পুরী রথযাত্রার প্রাণকেন্দ্র হলেও পশ্চিমবঙ্গেও সাড়ম্বরে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব।
রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর শিল্পাঞ্চলের বরাহনগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে, বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় এবং নেতাজী কলোনী লোল্যান্ড দুর্গাৎসব কমিটির সহযোগিতায় শুরু হল ৯দিন ব্যাপী রথযাত্রা উৎসব।

এই দিন আর.আই.সি বাজার সংলগ্ন, বরানগর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেব মাসির বাড়ির উদ্দেশ্যে তথা নেতাজী কলোনী লোল্যান্ড দুর্গা মণ্ডপে রওনা হন। মাসির বাড়িতে উপস্থিত থাকেন কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রত্যেক বক্তাই মূলত করোনা ভাইরাসের সমাপ্তির প্রার্থনা করলেন জগন্নাথ দেবের কাছে।