Homeদেশের খবরবিশ্বকর্মা পুজোর পরেই রাজ্যের সাতটি বিধানসভা আসনে ভোটগ্রহণ

বিশ্বকর্মা পুজোর পরেই রাজ্যের সাতটি বিধানসভা আসনে ভোটগ্রহণ

Published on

খবর এইসময়, নিউজ ডেস্ক:  আগামী মাসেই রাজ্যে বিধানসভার নির্ববাচন এবং উপনির্বাচন পর্ব মিটিয়ে ফেলা হতে পারে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই রাজ্যের সাতটি বিধানসভা আসনে ভোটগ্রহণ পর্ব সেরে ফেলা হতে পারে। সেক্ষেত্রে সব ঠিক থাকলে বিশ্বকর্মা পুজোর পরেই ভোটের আয়োজন করা হতে পরে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।।

দীর্ঘ দিন ধরেই দ্রুত রাজ্যের বকেয়া উপনির্বাচন পর্ব মিটিয়ে ফেলার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। একাধিকবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে কথা বলার পাশাপাশি খোদ দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েও এব্যাপারে লিখিত আবেদন জানানো হয়েছে তৃণমূলের তরফে। যার ফলে এখন ২ টি নির্বাচন এবং ৫ টি উপনির্বাচন নিয়ে কমিশন নড়েচড়ে বসায় নিজেদের জয় দেখছে শাসক শিবির।

প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের সময়ে মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের কংগ্রেস ও আরএসপি প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়ে গিয়েছিল। ভোট হয়ে যাওয়ার পর খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা মৃত্যু হয়। ফল ঘোষণার পর দেখা যায় প্রয়াত কাজলই জিতেছেন খড়দহে। ভোটে জিতে বিধায়ক হওয়ার পর করোনায় আক্রান্ত হয়ে একটু সুস্থ্য হয়ে উঠতেই মৃত্যু হয় গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর- এর।

বিপুল ভোটে জিতেও ভবানীপুর কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক হওয়ার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ছেড়ে দেন। তিনি নিজেই পদত্যাগ করেন। তাই ওই পাঁচটি কেন্দ্রে যে ভোট হবে তা জানাই ছিল। অন্যদিকে, দলীয় সিদ্ধান্তে দিনহাটা ও শান্তিপুর আসন থেকে পদত্যাগ করেছেন বিজেপি-র নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। তাই উপনির্বাচন হবে ওই দুইটি আসনেও।

সব মিলিয়ে দুই বিধানসভা কেন্দ্রে সাধারণ নির্বাচন ও পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন করাতে হবে। এটা নিশ্চিত যে, তার মধ্যে একটি উপনির্বাচনে ভবানীপুর বিধানসভা থেকে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তিনি গত ৫ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। সাংবিধানিক আইন অনুযায়ী ছয় মাসের মধ্যে তাঁকে বিধায়ক নির্বাচিত হয়ে আসতে হবে।

Latest News

RG Kar: শুনানি চললেও আর আদালতে তোলা হবে না সঞ্জয় রায়কে! সিভিক ভলেন্টিয়ারের জন্য নতুন ব্যবস্থায় উঠছে একাধিক প্রশ্ন

আরজি কর (RG Kar) মামলার শুনানি চলবে। কিন্তু প্রধান অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়কে আর...

Parliament Winter Session: আদানি-মণিপুর নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনে আলোচনা হোক, সর্বদলীয় বৈঠকে কংগ্রেসের দাবি

সংসদের শীতকালীন অধিবেশনের (Parliament Winter Session) আগে সরকার রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে। বৈঠকে কংগ্রেস...

Maharashtra Election: “এই জয়ের পিছনে ‘আদানি নেশন’-এর ভয়ঙ্কর ষড়যন্ত্র, মহারাষ্ট্রের পরাজয়ের পর ক্ষোভ উগরে দিল শিবসেনা

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলাফল (Maharashtra Election) জানা গেছে গতকাল। বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জোট এই...

Maharashtra Election: সোশ্যাল মিডিয়ায় ৫ মিলিয়ন ফলোয়ার, পেলেন মাত্র ১৫৫ ভোট! লজ্জাজনক পরাজয় নিয়ে বললেন, ‘সবকিছুই ইভিএম-এর খেলা…’

রিয়েলিটি শো 'বিগ বস’-এর মাধ্যমে নিজের পরিচয় তৈরি করা অভিনেতা এজাজ খান (Azaj Khan)...

More like this

RG Kar: শুনানি চললেও আর আদালতে তোলা হবে না সঞ্জয় রায়কে! সিভিক ভলেন্টিয়ারের জন্য নতুন ব্যবস্থায় উঠছে একাধিক প্রশ্ন

আরজি কর (RG Kar) মামলার শুনানি চলবে। কিন্তু প্রধান অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়কে আর...

Raniganj: আচমকা বিস্ফোরণের শব্দ! তারপরেই ছাদ ভেঙে ঘরে ঢুকল একের পর এক পাথরের চাঁই

কয়লাখনিতে ডিনামাইট বিস্ফোরণের জেরে পাথর ছিটকে আশেপাশের বাড়ি ভাঙার অভিযোগ উঠেছে (Raniganj)। শনিবার বিকেলে...

Dilip Ghosh: অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর থেকে বড় নেতা! দিলীপ ঘোষের মন্তব্য নতুন করে অস্বস্তিতে বিজেপি

শনিবার পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা কেন্দ্রের সব কটিতেই তৃণমূলের দখলে (Dilip Ghosh)। এমনকী বিজেপির মাদারিহাট...