পল্লব হাজরাঃ ভুয়ো আইএএস, ভুয়ো সিবিআই কৌসুলী, ভুয়ো আইপিএস– ‘ঠগ’দের এই তালিকায় এখন নবতম সংযোজন ভুয়ো পুলিশকর্মী। এবার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার এক ভুয়ো পুলিশকর্মী (Fake Officer)। ধৃতের নাম রাজীব চক্রবর্তী।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, মঙ্গলবার দুপুরে টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে একটি বাইকে করে হেলমেটবিহীন ২ আরোহীকে দেখতে পান দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক ট্রাফিক গার্ডের সার্জেন্ট পার্থসারথি দত্ত। সার্জেন্ট বাইক চালককে হেলমেট নিয়ে প্রশ্ন করতেই সে জবাব দেয় তার নাম রাজীব চক্রবর্তি সে কলকাতা পুলিশের এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর। গোয়েন্দা দপ্তরের কর্মরত এতে সন্দেহ হলে তিনি তার পরিচয় পত্র দেখতে চান তখনই সে কলকাতা পুলিশের এনরোলমেন্ট কমিটির পরিচয় পত্র দেখায় তাতে কলকাতা পুলিশের লোগো দেওয়া নিচে কলকাতা পুলিশের তথা রাজ্য পুলিশের কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশের একজন প্রাক্তন শীর্ষকর্তার জাল সই। ব্যাস,আর বুঝতে অসুবিধে হয়না সার্জেন্ট পার্থসারথী দত্তের। রাজীবের সঙ্গীকে ছেড়ে দেওয়া হলেও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাজীবকে রিজেন্ট পার্ক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ তাকে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, রাজিবের বাড়ি বরানগরের রাইমোহন ব্যানার্জি রোডে। ধৃত ব্যক্তিকে আজ ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে।