প্রনব বিশ্বাস,পানিহাটিঃ তৃণমূল কংগ্রেসের দমদম – ব্যারাকপুর সাংগঠনিক জেলার নতুন কমিটি গঠনের পর আজ পানিহাটি লোকসংস্কৃতি ভবনে দলীয় পদত্যাগী কর্মীদের সাথে আলোচনা সভায় অন্যান্যদের সাথে যোগ দেন দমদমের সাংসদ সৌগত রায়।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারা উচিত এমনই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ন রানে। এরপরই মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্য এবং তার গ্রেপ্তারি নিয়ে এদিন পানিহাটিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপিকেই কটাক্ষ করলেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা দমদমের সাংসদ সৌগত রায়। সৌগত বলেন “এটাই বিজেপির শিক্ষা। নারায়ন রানে তো বিজেপির মধ্যে রয়েছেন।”
প্রসঙ্গত,মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের একটি মন্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। উদ্ধব কথাপ্রসঙ্গে এবং মজাচ্ছলে বলেছিলেন, তিনি নাকি জানানে না যে ভারত কত সালে স্বাধীনতা লাভ করছিল। যার প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, কোন বছর ভারত স্বাধীনতা পেয়েছিল। এটা লজ্জার বিষয়। ১৫ অগস্ট ভাষণ দেওয়ার সময় ভাষণ থামিয়ে তিনি অন্যদের জিজ্ঞাসা করেন, ‘এ বার স্বাধীনতার কত বছর?’ রানের কথায়, স্বাধীনতার বছর কী ভাবে ভুলে যেতে পারেন উদ্ধব? তারপরই তিনি বলেন, ‘আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাঁকে কষিয়ে চড় মারতাম।’
এরপরই পালটা ৪ টি এফআইআর দায়ের করা হয় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয় রাণের বিরুদ্ধে। রাণেকে গ্রেফতারের নির্দেশ দেন মহারাষ্ট্র পুলিশ। রাণের বাড়ি গিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ।