Homeজেলার খবরবিশ্বস্ত কর্মচারীকে বাড়িতে আশ্রয় দিয়েছে মালিক,আর মালিকের বাড়িতেই দুঃসাহসিক চুরি !

বিশ্বস্ত কর্মচারীকে বাড়িতে আশ্রয় দিয়েছে মালিক,আর মালিকের বাড়িতেই দুঃসাহসিক চুরি !

Published on

নিজস্ব প্রতিনিধি , বসিরহাট: মন দিয়ে কাজ করত,হাতের কাজও ছিল নিপুণ। ধিরস্থির নম্র স্বভাব থাকায় মালিকের কাছে বিশ্বস্ত হতে সময় লাগেনি যুবকের। একসময় মালিক তার নিজের বাড়িতেই ওই যুবককে থাকতে দিয়েছিলেন। আর সেই বিশ্বাসকে ভর করেই মালিকের ঘরে চুরি করে যুবক ! স্বর্ণকারের বাড়ি থেকে ৬০০ গ্রাম সোনার গয়না যার বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে চম্পট  দেয় যুবক। তবে শেষ রক্ষা হয়নি , জুটল সেই শ্রীঘর।

বসিরহাটের ধলতিথা থেকে চন্দন মাইতি নামে ওই যুবককে গ্রেফতার করল হরিয়ানা ও বসিরহাট থানার পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ৭৫ হাজার টাকা সহ একটা সোনার চেন এবং কিছু টুকরো আনুমানিক ১৩০ গ্রাম মতো সোনা।

পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী সমরেশ বেড়া হরিয়ানার বিলাসপুরে  সোনার ব্যবসা করেন এবং সেখানেই বাড়ি ও দোকান রয়েছে তার। চন্দন মাইতির বাড়িও পশ্চিম মেদিনীপুরে। মালিক ও কর্মচারী একই জায়গায় থাকার সুবাদে দীর্ঘদিনের পরিচয় ছিল। তাদের দু-জনের মধ্যে। সেই সূত্রে বিলাসপুরে কাজ করতে যান চন্দন মাইতি।

সমরেশের বয়ান অনুযায়ী, চন্দন তাঁর দোকান থেকে ৬০০ গ্রাম সোনার গয়না যার বাজার মুল্য প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়।  হরিয়ানার বিলাসপুর থানায় চন্দনের নামে অভিযোগ দায়ের করেন সমরেশ। তদন্তে নামে পুলিশ। অভিযোগের ভিত্তিতে চন্দন মাইতির ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে হরিয়ানা পুলিশ জানতে পারে অভিযুক্ত বসিরহাটে আশ্রয় নিয়েছেন। হরিয়ানা পুলিশ এই বিষয়ে বসিরহাট পুলিশকে বিস্তারিত জানায়।  সেইমত বসিরহাট থানার পুলিশ খোঁজখবর নিয়ে জানতে পারে বসিরহাট থানার ধলতিথা গ্রামে নাম ও পরিচয় আত্মগোপন করে বেশ কিছুদিন ধরে বসবাস করছিল অভিযুক্ত চন্দন মাইতি।

সোমবার গভীর রাতে বসিরহাট থানার আইসি সুরিন্দর সিংয়ের নেতৃত্বে হরিয়ানা পুলিশের সাব ইন্সপেক্টর মোহনলাল ও তাঁর সঙ্গীদের সাথে নিয়ে অভিযান চালায়। চন্দন মাইতিকে গ্রেফতার করা হয়। এরমধ্যে  চুরি করা সোনা খানিকটা বিক্রি করে দেওয়ায় চন্দনের থেকে উদ্ধার হয়েছে ৭৫ হাজার টাকা ও সামান্য কিছু সোনার গয়না। ধৃত চন্দনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। হরিয়ানা পুলিশ তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে বিচারকের কাছে। হরিয়ানা বিলাসপুর থানার এস আই মোহনলাল জানান, চন্দনকে হরিয়ানা নিয়ে যাওয়া হবে। সেখানেই এই কেসের তদন্ত চলবে। চন্দনের গ্রেফতারের পর স্বাভাবিকভাবেই ধলতিথা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Latest News

IND vs AUS: পার্থে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়, অস্ট্রেলিয়ার অহংকার চূর্ণ করে সিরিজে এগিয়ে গেল ভারত

পার্থ টেস্টে ক্যাঙ্গারুদের ধরাশায়ী হতে দেখল গোটা বিশ্ব। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৫৩৪...

Dead body: ফের ভোরের শহরে উদ্ধার যুবকের দেহ! সামনেই পড়ে আছে বিধ্বস্ত স্কুটার

ফের শহরের বুকে দেহ (Dead Body) উদ্ধার। এবার ইএম বাসপাশে রুবি মোড়ের কাছে এক...

Gaganyaan Mission: গগনযান মিশনে সুখবর! মার্চেই হবে উৎক্ষেপণ, বিজ্ঞানীরা সমুদ্র থেকে দেখবেন, জেনে নিন ইসরোর পরিকল্পনা

গগনযান (Gaganyaan Mission) ভারতের সবচেয়ে বড় মহাকাশ অভিযান। ভারতের সবচেয়ে উচ্চাভিলাষী মহাকাশ প্রকল্প 'গগনযান'...

Prashant Kishor: বিহার একটি অসফল রাজ্য, সুদানের সাথে নিজ রাজ্যের তুলনা করলেন প্রশান্ত কিশোর

যুদ্ধ-বিধ্বস্ত সুদানের সঙ্গে তুলনা করে জন সুরাজ নেতা প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেছেন, বিহার...

More like this

Dead body: ফের ভোরের শহরে উদ্ধার যুবকের দেহ! সামনেই পড়ে আছে বিধ্বস্ত স্কুটার

ফের শহরের বুকে দেহ (Dead Body) উদ্ধার। এবার ইএম বাসপাশে রুবি মোড়ের কাছে এক...

Kalyan Banerjee: মমতাকে ছাড়া গতি নেই! ইন্ডিয়া জোটকে কঠোর বার্তা কল্যানের

মোদীকে হটাতে গেলে মমতা ছাড়া গতি নেই। ইন্ডিয়া জোটকে এমন বার্তা দিলেন তৃণমূলের সাংসদ...

Fire breaks Out: কলকাতা মেডিক্যাল কলেজের বিজয়গড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় প্রতিবেশীরা

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের (Fire Breaks out) ঘটনা। যাদবপুরের বিজয়গড়ে একটি গোডাউনে রবিবার রাতে অগ্নিকাণ্ডের...