নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: এলাকায় বহু শ্রমজীবী মানুষ। লকডাউন এর ফলে কাজ হারিয়েছে সকলের। সরকারি বেসরকারি সাহায্য মিললেও তা ফুরিয়ে যাচ্ছে দু’চারদিনে৷ গ্রামের সেই সকল মানুষদের সহযোগিতা করতে এগিয়ে এলো এলাকার পাঁচ যুবক। সৌরভ বিশ্বাস এর নেতৃত্বে তারা নিজেদের থেকে ও অন্যদের সহযোগিতা নিয়ে চাল ডাল তেল নুন ও মাস্ক কিনে শনিবার থেকে এলাকার মানুষদের মধ্যে বিতরণ করলেন।
জয়পুর অসিত বিশ্বাস স্কুলের মাঠে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন এলাকার মেহনতী মানুষদের।সেইমত সেখানে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে একে একে তারা খাদ্য সামগ্রী সংগ্রহ করে দুহাত ভরে আশীর্বাদ করলেন ওই যুবকদের। যুবকদের বক্তব্য বনগাঁ পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আজকের থেকে এলাকার মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া শুরু করলাম। যত দিন লকডাউন থাকবে সপ্তাহে দুদিন করে চলবে খাদ্য সামগ্রী প্রদান।