বরাহনগর, পল্লব হাজরা: ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ জন্মদিবস সারা ভারতবর্ষে পালিত হয় শিক্ষক দিবস হিসেবে। অতিমারি পরিস্থিতিতে বিদ্যালয়ে তেমন ভাবে শিক্ষক দিবস পালন না হলেও ছাত্রছাত্রী সকলেই শ্রদ্ধার সাথে এই দিনটিকে স্মরণ করেছেন।
বরাহনগর ১৫নং ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদ ও ১৫নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি যৌথ উদ্যোগ পূর্ণ মর্যাদায় দিনটি পালিত হলো। এদিন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানান হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাহনগর বিধানসভার বিধায়ক তাপস রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক প্রাক্তন ফুটবল খেলোয়াড় বিদেশ বসু, বরাহনগর পুরসভায় মুখ্য প্রশাসক অপর্ণা মৌলিক, বরাহনগর পুরসভার উপমুখ্য প্রশাসক জয়ন্ত রায়,উত্তর২৪ পরগণার জেলা ছাত্রপরিষদের সভাপতি বানিব্রত চক্রবর্তী, কো অর্ডিনেটর দিলীপ নারায়ণ বসু, বিশ্বজিৎ বর্ধন সহ বিশিষ্ট ব্যাক্তিত্ব।
দক্ষিণ বরাহনগর ছাত্র পরিষদের সভাপতি সুজিত ঘোষ জানান এই দিন অনুষ্ঠানে পঞ্চাশ জন ছাত্রছাত্রীদের হাতে বই ও উপহার তুলে দেওয়া হয়। শিক্ষক শিক্ষিকাদের সন্মান জ্ঞাপন ও ছাত্রছাত্রীদের উৎসাহিত করাই ছিল মূল লক্ষ্য।