নিজস্ব প্রতিনিধি, দিঘাঃ সুদূর শৈল শহর থেকে সৈকত নগরী দিঘার সমুদ্রে আনন্দ উপভোগ করতে এসে নিরানন্দে পরিণত হল দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরের এক দম্পতির। হোটেলের সুইমিংপুলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল ওই দম্পতির সাত বছরের এক শিশুর। ছোট্ট শিশুকে হারিয়ে বাড়ি ফিরতে হল ওই দম্পতিকে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সৈকত নগরী নিউ দিঘায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত ওই শিশুর নাম অদৃতী পাল। তার বাড়ি শিলিগুড়িতে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
সূত্রের খবর, শিলিগুড়ি থেকে সাতজনের পর্যটক দল গত দু’দিন আগেই দিঘার সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। নিউ দিঘার একটি হোটেলে ওঠেন ওই পর্যটক দম্পতি। আজ শিশুটি খেলার ছলে বাবা-মা’র অলক্ষ্যে হঠাৎই হোটেলে থাকা সুইমিংপুলে চলে আসে।
দীর্ঘক্ষন শিশুর খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে হোটেলের সুইমিংপুলে ডুবে থাকতে দেখেন ওই দম্পতি। সাথেসাথেই ওই শিশুকে উদ্ধার করা হয় এবং কাছেই দিঘা হাসপাতালে নিয়ে যান ওই দম্পতি। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কাঁথি মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় ওই শিশুটিকে। এরপর কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। এরপর হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন ওই দম্পতি।