পল্লব হাজরা, বরাহনগর: দেবী দুর্গা কৈলাসে পারি দেওয়ায় পর মন কিছুটা বিষন্ন হলেও পুজো মিটতে সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন রাজ্যবাসী। আশ্বিন মাসের কোজাগরী পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে পূজিত হন লক্ষ্মী দেবী। ধন যশ খ্যাতি সুস্বাস্থ্যর জন্য পরিবারিক পুজোর সাথে বারোয়ারি পুজো বেশ লক্ষ্যনীয়।
দেবী আবাহনে প্রস্তুত বরাহনগর আর.আই. সি বাজার ব্যবসায়ী সমিতি। এই বছরে তাদের ভাবনা ‘লক্ষ্মীর ভান্ডারে মা লক্ষ্মীর অধিষ্ঠান’। এই মণ্ডপে লক্ষ্মী প্রতিমা অবস্থান করছেন লক্ষ্মীর ঘটে। মঙ্গলবার শুভ সূচনা হয় এই মণ্ডপটির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাহনগর পুরসভার মুখ্য প্রসাশক অপর্ণা মৌলিক , অভিনেত্রী পায়েল দেব, কোঅর্ডিনেটর অঞ্জন পাল, বিশ্বজিৎ বর্ধন সহ বিশিষ্ট ব্যক্তিত্ব।
উদ্যোক্তা দীপক চন্দ্র সাহা জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্ক প্রসূত প্রকল্প গুলির মধ্যে অন্যতম লক্ষ্মী ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলারা সমৃদ্ধি করছেন গৃহের লক্ষ্মীর ভাণ্ডারকে। বাংলার এই প্রকল্পে উদ্বুদ্ধ হয়ে ও বাংলার মহিলাদের উৎসাহিত করার মূল লক্ষ্যে এই বছর তাঁদের এই থিম।