নিজস্ব প্রতিনিধি, সল্টলেকঃ করোনা সংক্রমণ রুখতে যাঁরা সামনে থেকে লড়াই চালাচ্ছেন, সেই সমস্ত বীর যোদ্ধাদের অর্থাৎ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মীদের সম্মানে জানাতে বিশেষ উদ্যোগ নিল বাহিনী।দেশজুড়ে করোনা যোদ্ধাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে রবিবার বিশেষ ফ্লাইপাস্ট অনুষ্ঠানের আয়োজন করল স্থল, নৌ ও বায়ুসেনা।
এই নিয়ে তৃতীয় বার সম্মান জানানোর উদ্যোগ নিল দেশ। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে হাততালি দিয়ে ও প্রদীপ জ্বালিয়ে করোনা যোদ্ধাদের বীরত্বকে কুর্নিশ জানিয়েছেন দেশবাসী।গত শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে এক বৈঠকে বিশেষ সম্মানজ্ঞাপক অনুষ্ঠানের পরিকল্পনা করেন চিফ অফ ডিফেন্স স্টাফ, নিরাপত্তা বাহিনীর তিন প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। রবিবার ফ্লাইপাস্ট অনুষ্ঠানে দেশের দৈর্ঘ্য ও প্রস্থ জুড়ে উড়ছে বায়ুসেনার যুদ্ধবিমান থেকে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার।
দেশের ২৩টি কোভিড হাসপাতালের উপরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। তালিকায় রয়েছে দিল্লি, লেহ, শিলং, চণ্ডীগড়, দেরাদুন, মুম্বই, জয়পুর, দিসপুর, ইটানগর, ত্রিবান্দ্রম ও চেন্নাই। তবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদন না দিলেও বাদ গেলনা কলকাতা ।এ দিন সকালে বায়ুসেনার কপ্টার ব্যারাকপুরের ঘাঁটি থেকে রওনা দিয়ে সকাল ১০ টা নাগাদ রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টার বা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানস্যার ইনস্টিটিউটের উপর দিয়ে গিয়ে ছড়ানো হয় ফুলের পাপড়ি।হাসপাতালের ছাদে বা রাস্তায় খুব বেশি সংখ্যক চিকিৎসক ছিলেন না। তবে হাসপাতালের সামনের রাস্তায় ফুলের পাপড়িতে ভরে যায়। কিছুক্ষণ পর সকাল ১০ পনেরো নাগাদ কপ্টারটি আলিপুর কম্যান্ড হাসপাতালের উপর পুস্পবৃষ্টি করে ফিরে যায় ব্যারাকপুরে।