পল্লব হাজরা,বরাহনগর: বৃহস্পতিবার রাত ন ‘টা নাগাদ বরাহনগর অনন্যা বাস স্ট্যান্ডে অসাবধানতা বসত এক শিশুকে বি.টি.রোড পারাপার করতে দেখেন পথচারীরা। শিশুটির কথা অস্পষ্ট হওয়ায় সঠিকভাবে তার আসল পরিচয় অনেকেই বুঝে উঠছে পারছিলেন না। অজ্ঞাত পরিচয় শিশুটির পরনে ছিল খয়েরি রঙের টি-শার্ট ও সাদা ফুল প্যান্ট। স্থানীয় সূত্রের খবর গত দুদিন ধরে ডানলপ, বনহুগলী অঞ্চলে ঘুরে বেড়াতে দেখা যায় শিশুটিকে।
পরবর্তী সময় বনহুগলী যুবক সংঘ ক্লাবের সহযোগীতায় বরাহনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় শিশুটিকে। পুলিশ শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষার জন্য নিয়ে যায় বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে।
শিশুটির বাড়ি ইতিমধ্যেই খোঁজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি শিশুটি তার পরিবারের কাছে যেন সুস্থ ভাবে ফিরে যায় সেই প্রার্থনাই করছেন স্থানীয়রা।