নিজস্ব প্রতিনিধি, বীরভূমঃ ” বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…” এই গানটি সোস্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে।তারপর থেকেই ভুবন জুড়ে খ্যাত দুবরাজপুরের ভুবন।
বাদাম বিক্রি করতে গান গেয়েছেন তিনি, কিন্তু আজও তিনি বঞ্চিত। পাচ্ছেন না তাঁর প্রাপ্য টাকা ও।অথচ ইউটিউবাররা সে গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে রোজগার করছেন লক্ষ লক্ষ টাকা। এই অভিযোগ নিয়ে এবার দুবরাজপুর থানার দ্বারস্থ হলেন ভুবন বাদ্যকর।
” বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…” এই গানটি সোস্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে। এমনকী সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। এখন মোবাইলে ফেসবুক, ইউটিউব, টিকটিক,ইত্যাদি খুললেই বেজে উঠছে এই গান। কিন্তু যে মানুষটি এই গান করেছেন তিনি রাঢ় বাংলার-ই এক সাধারণ বাদাম বিক্রেতা। নাম ভুবন বাদ্যকর।
বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুরি গ্রামে ছোট্ট মাটির খড়ের বাড়িতে থাকেন ভুবন বাদ্যকর। আর্থিক কারনেই প্রতি বছর বাড়ি তে খড় দিতে পারেন না, তাই খড়ের উপর আবার ত্রিপল দেওয়া। বাড়িতে রয়েছেন স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান। সংসার চালাইতে বিগত ১০ বছর ধরে বাদাম বিক্রি করছেন তিনি। কোন একটি গ্রামে বাদাম বিক্রি করতে গিয়ে বাদাম গান করার সময় একটি ছেলে নিজের মোবাইলে ঐ গান টি রেকর্ড করে সোস্যাল মিডিয়ায় ছেড়ে দেন। ব্যাস। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ঐ গান। ইউটিউবাররা এই গান ভাইরাল করে লক্ষ্য লক্ষ্য টাকা আয় করলেও তার সংসারে আজও অভাব ঘোচেনি।
শুক্রবার দুপুরে দুবরাজপুর থানায় এসে আধিকারিক দের কাছে দেখে করে তার কথা জানান ভূবন। তাঁর দাবি, আমার গান ইতিমধ্যে ভাইরাল হওয়ায় সোশ্যাল মিডিয়ায় ।ইউটিউবের মাধ্যমে এই গান দিয়ে প্রচুর মানুষ টাকা রোজগার করছে। অথচ আমি কিছুই পাচ্ছি না। “
এদিকে ভুবন থানাতে পৌঁছতেই, তাঁর সঙ্গে ছবি তুলতে ভিড় জমান প্রচুর মানুষ।শুধু তাই নয় ভুবন বাবু ইতিমধ্যেই দুশ্চিন্তায পেরেছেন তার খ্যাতি নিয়েও। তিনি বলেন , তাঁর গান ভাইরাল হওয়ার কারণে প্রচুর মানুষ প্রত্যেকদিন আমার বাড়িতে ভিড় করছেন। সকলে গান ভিডিও রেকর্ডিং করছেন।এমনকি ইউটিউবেও তাঁর গান কপিরাইট দেখাচ্ছে, কিন্তু তিনি নিজে কোন গানই আপডেট করেননি। তাই ওঁর দাবি, পুলিশ প্রশাসন তদন্ত করুক এবং তার প্রাপ্য টাকাটুকু তাকে পেতে সাহায্য করুক পুলিস।
এই জেলারই রতন কাহারের “বড় লোকের বিটি লো ,গান ভাইরাল হওয়ার পর বহু লড়াই করে তিনি প্রাপ্য ফিরে পান। এখন দেখার বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর তার প্রাপ্য পান কিনা।