পল্লব হাজরা, বরাহনগর: পায়রা শান্তির প্রতীক। প্রাচীন কালে পায়রার মাধ্যমে চিঠি আদান প্রদানের প্রথা চালু ছিল । পায়রা বয়ে নিয়ে আসতো নানান বার্তা। অপর দিকে বিভিন্ন ধর্মে উল্লেখ মেলে শান্তির দূত পায়রার কথা।
শনিবার ২৫শে ডিসেম্বর উৎসবের দিনে বরাহনগর ১৭নম্বর ওয়ার্ড জাগরণ সংঘ-এর উদ্যোগে পালিত হলো ১৬তম পায়রা প্রদর্শনী। প্রায় দুই হাজার পায়রা উড়িয়ে নতুন বছরের প্রাক্কালে শান্তি বার্তা মানুষের কাছে তুলে ধরল বরাহনগর মৎস্যজীবী কলোনীর জাগরণ সংঘ।
এই দিনে প্রদর্শনীতে উপস্থিত ছিলেন কো অর্ডিনেটর অঞ্জন পাল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব। কো অর্ডিনেটর অঞ্জন পাল জানান প্রতি বছর তিনি এই প্রদর্শনীতে উপস্থিত থাকেন। নতুন বছরকে স্বাগত জানানো হয় এই দিনটি উৎযাপন করে। তিনি আশাবাদী শান্তির দূত পায়রা উড়ানোর মাধ্যমে শান্তি শৃঙ্খলা ও ঐক্যের বাতাবরণ সৃষ্টি হবে এবং সমাদৃত হবে সামাজিক সুরক্ষা।
জাগরণ সংঘের উদ্যোক্তা হিমানিশ অধিকারী বলেন ১৬তম বর্ষ পদার্পণ করল এই পায়রা প্রদর্শনী। বরাহনগর ছাড়াও ব্যারাকপুর, দমদম, মাঠকল, কাশীপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে পায়রা নিয়ে হাজির হন বহু মানুষ। বিভিন্ন প্রজাতির পায়রার দেখা মেলে এই প্রদর্শনীতে। এই বছর প্রায় দু হাজারের কাছাকাছি পায়রার দেখা মিলেছে। প্রদর্শনীর শেষে খোলা আকাশে পায়রা উড়িয়ে দেওয়া হয়।
পায়রা দেখতে মানুষের ভিড় ছিল লক্ষ্যনীয়। বিভিন্ন অঞ্চল থেকে আগত মানুষ খুশির মেজাজে উপভোগ করেন এই প্রদর্শনীটি।