নিজস্ব প্রতিনিধি, বোলপুর: উদ্ধমুখী করোনাগ্রাফ। গত ২৪ ঘন্টায় শুধু বীরভূম জেলাতেই করোনায় আক্রান্ত ১হাজার পাঁচশো ২৩ জন। রেহাই পেল না মহাকুমা হাসপাতালও। এবার স্বাস্থ্য পরিষেবাতে করোনার থাবা।
বীরভূম জেলা মূখ্য স্বাস্থ্য আধাকারীক হিমাদ্রী আরী আক্রান্ত হওয়ার পর লাগাতার স্বাস্থ্য কর্মীদের করোনা আক্রান্তের ঘটনা সামনে আসছে।
বোলপুর মহকুমা হাসপাতাল সুপার বুদ্ধদেব মুর্ম ও ডেপুটি সুপার দুই স্বাস্থ্য আধিকারীকই করোনায় আক্রান্ত। একই সাথে বোলপুর মহকুমা হাসপাতালের ১৮ জন চিকিৎসক এবং ২৫ জন নার্স ও বাকি ৭ জন অনান্য স্বাস্থ্যকর্মী।
অপরদিকে বোলপুর প্রাথমিক স্বাস্হ্য কেন্দ্রে ১৭ জন স্বাস্থ্য কর্মী আক্রান্ত বলে জানিয়েছেন বোলপুর বি.এমও.এইচ সব্যসাচী রায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়,বোলপুর মহকুমা হাসপাতাল বীরভূম জেলার অনান্য গ্রামীন এলকার সাধারণ মানুষ নির্ভরশীল স্বাস্থ্য পরিষেবার জন্য।
নানুর ,লাভপুর ,কীর্ণাহার সহ বীরভূম ও মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী গ্রামের মানুষ নির্ভর করে থাকে এই হাসপাতালটি। তবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হওয়ায় ব্যাপক ভোগান্তীর স্বীকার হচ্ছেন রোগীরা। চিকিৎসা পরিষেবা না পেতে ফিরে যাচ্ছে আর ক্ষোভ প্রকাশ করছেন তারা।
পাশাপাশি, হাসপাতালে চিকিৎসাধীন অনান্য রোগীদের আত্মীয়রাও ভীষন চিন্তিত রয়েছেন। তাদের বক্তব্য, হাসপাতালের চিকিৎসকরাই যদি করোনা আক্রান্ত হন তাহলে আমাদের রোগীদের কি হবে বিনা চিকিৎসায় মারা যাবে ?
বোলপুর মহকুমা হাসপতালের ডেপুটি সুপার ফারহা সুলতানা জানান, যে ইমারজেন্সী পরিষেবা দেওয়া হচ্ছে।
তবে দুটি আউটডোর খোলা রাখা হয়েছে। তবে সংক্রমনের জ্বেরে স্বাস্থ্য কর্মীদের সংখ্যা কমেছে ঠিকই কিন্তু কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে ৪৯ জন চিকিৎসক ও ১৫০ জন নার্স নিয়ে অনান্য বিভাগ গুলি ধীর গতিতে চালানোর চেস্টা চালানো হচ্ছে। যদিও সাধারণ পরিস্তিতিতেই স্বাস্থ্য পরিষেবা বহাল রাখা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে।