ছোট্ট ইউভানের কড়া শাসন! মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ভিডিও

শুক্লা রায়চৌধুরী:   বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় ছেলের নানান মুহূর্তের ছবি বা ভিডিও আপলোড করেন অভিনেত্রী শুভশ্রী। তেমনই রবিবার একটি ভিডিও আপলোড করছেন তিনি। যা চোখের নিমেশে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে বিশেষ কিছুই নেই! কিন্তু হলফ করে বলা যেতে পারে এটি দেখলে মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে আপনার মন।

ভিডিওটি দেখা যাচ্ছে, না খাওয়ার জন্য পোষ্যকে কড়া শাসন করছে একরত্তি।তবে বকুনি শুনে পোষ্য জিলেট দাদা আর ভাই ইউভানের আদেশ অমান্য করার সাহস পায়নি। চুপচাপ নিজের খাবার খেয়ে নিতে শুরু করে। কিন্তু ‘রাগী’ ইউভান ভাই তাও শান্ত হয় না। প্রচুর বকা দিতে থাকে। শেষমেশ অভিনেত্রী মা শুভশ্রীর আবেদন ‘দেখ তুমি বললে বলে জিলেট দাদা খাচ্ছে‘। খাচ্ছে তো। ও তো নিজের খাবার খাচ্ছে। এরপরপর শুভরাজ – এর ইউভান শান্ত হয়।

এদিকে একরত্তির ওই কীর্তি দেখে হেসে লুটোপুঁটি বাড়ির লোকজন। ছোট্ট ইউভানের কীর্তি দেখে ভালবাসা জানিয়ে ‘ভীষণ মিষ্টি ইউভান’ লিখেছেন অভিনেত্রী ফলক রশিদ রায়।