পল্লব হাজরা: কিছু দিন আগেই মিটেছে কলকাতা পুরসভা নির্বাচন। চলতি বছর জানুয়ারি মাসে শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর এবং আসানসোল পুরনিগমে নির্বাচন হওয়ার কথা থাকলেও পথের কাঁটা হয়ে দাঁড়ায় করোনা পরিস্থিতি। আগামী ১২ই ফেব্রুয়ারি এই চার পুরনিগমে নির্বাচন ।
বাংলার বিভিন্ন পুরসভার ইতিমধ্যেই মেয়াদ শেষ হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলার পুরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। ২৭শে ফেব্রুয়ারি বাংলার ১০৮ টি পুরসভায় নির্বাচন। এক দফায় সম্পন্ন হবে এই নির্বাচন প্রক্রিয়া। বৃহস্পতিবার থেকেই জারি হয়েছে আদর্শ আচরণ বিধি।
কমিশন সূত্রে খবর বৃহস্পতিবার থেকেই শুরু মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ই ফেব্রুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১২ই ফেব্রুয়ারি। ২৭শে ফেব্রুয়ারি সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণের প্রক্রিয়া।২০ টি জেলার, ২২৭২ টি ওয়ার্ডে ৯৫,৫৯,৭৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়াগ করবে।
প্রসঙ্গত আদালতের নির্দেশ মেনে দক্ষিণ দমদম পুরসভার ২৯নং ওয়ার্ডে ভোট ভোটগ্রহণ হবে না।
নিবার্চনের ফল ঘোষণার দিন আজ ঘোষণা না হলেও পরবর্তী সময়ে তা জানানো হবে।