প্রাথমিক অনুমান সমুদ্রগর্ভে ট্রলারের ধাক্কায় মৃত্যু হয়েছে ডলফিনের
নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর: অতিমারি করোনার জেরে সরকারী বিধি মেনে গত দু’বছরে বিভিন্ন সময়ে পর্যটকদের আনাগোনা বন্ধ ছিল সমুদ্র সৈকত দিঘায়। বন্ধ ছিল মাছ চাষিদের ট্রলারও, ফলে নানা সময়ে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীর দেখা মিলেছে দিঘার এই সমুদ্রে। কারণ, তখন সমুদ্র ছিল তার আপন ছন্দে।
পরবর্তীতে করোনা মহামারীর দাপট কমায় শিথিল হয় সরকারী বিধিনিষেধ। অল্প অল্প করে আবার সমুদ্র সৈকত দিঘায় পর্যটকদের আনাগোনা শুরু হয়। সেইসময় অনেক কাছ থেকে দেখা মিলেছে ডলফিন সহ বহু ধরনের সামুদ্রিক প্রাণী।
তবে, এবার চাঞ্চল্যকর ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত এলাকা দীঘায়। সৈকত নগরী দীঘায় ভেসে উঠলো মৃত ডলফিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে প্রায় চার ফুট লম্বা একটি মৃত ডলফিন ভেসে আসে ওল্ড দিঘা এলাকায়। মৃত ওই ডলফিনটির ওজন প্রায় ৫০ কেজি। তবে শরীরে পচনের সৃষ্টি হয়েছে ওই মৃত ডলফিনটির। যার ফলে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি দূষণ ছড়াচ্ছে ওই এলাকায়।
ইতিমধ্যেই সমুদ্রসৈকতে স্থানীয়রা ওই মৃত ডলফিন থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে বনদপ্তরের কাছে। তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান, সম্ভবত সমুদ্রগর্ভে কোন ট্রলারের ধাক্কায় ডলফিনটির মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই বনদপ্তর ও প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে ব্যবস্থা।